এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা দ্বিতীয়পত্র

‘ফুলে ফুলে ঘর ভরেছে’Ñ এই বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকের কোন বিভক্তি?

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী শিক্ষক, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর কারক ও বিভক্তি ২১. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি? ক. কে, রে খ. র, এর গ. এ, য়, তে ঘ. দ্বারা, দিয়ে, কতৃর্ক সঠিক উত্তর : খ. র, এর ২২. বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পকর্, তাকে কী বলে? ক. সন্ধি খ. সমাস গ. কারক ঘ. বিভক্তি সঠিক উত্তর : গ. কারক ২৩. ব্যক্তিবাচক কমের্ক কী বলে? ক. মুখ্য কমর্ খ. অপ্রধান কমর্ গ. গৌণ কমর্ ঘ. বিধেয় কমর্ সঠিক উত্তর : গ. গৌণ কমর্ ২৪. ‘আমারে তুমি করিবে ত্রাণ’- এই বাক্যে ‘আমারে’ পদটি কোন কারকে কোন বিভক্তি? ক. কতার্য় দ্বিতীয়া খ. কমের্ দ্বিতীয়া গ. অপাদানে পঞ্চমী ঘ. সম্প্রদানে ষষ্ঠী সঠিক উত্তর : খ. কমের্ দ্বিতীয়া ২৫. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’Ñ এই বাক্যে ‘ফুলে ফুলে’ কোন কারকের কোন বিভক্তি? ক. কমের্ সপ্তমী খ. করণে সপ্তমী গ. অধিকরণে সপ্তমী ঘ. অপাদানে সপ্তমী সঠিক উত্তর : খ. করণে সপ্তমী ২৬. দ্বিকমর্ক ক্রিয়ার বস্তুবাচক কমর্পদটিকে কী বলে? ক. মুখ্য কমর্ খ. গৌণ কমর্ গ. সমধাতুজ কমর্ ঘ. উদ্দেশ্য কমর্ সঠিক উত্তর : ক. মুখ্য কমর্ ২৭. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? ক. ‘যে’ বা ‘তে’ খ. ‘এ’ বা ‘এতে’ গ. ‘র’ বা ‘এর’ ঘ. ‘থেকে’ বা ‘চেয়ে’ সঠিক উত্তর : গ. ‘র’ বা ‘এর’ ২৮. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে? ক. কমর্ কারক খ. করণ কারক গ. সম্প্রদান কারক ঘ. কতৃর্ কারক সঠিক উত্তর : ক. কমর্ কারক