ক্যাডেট কলেজে ভতির্ প্রস্তুতি গণিত

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে প্রশ্নোত্তর দেয়া হলো। প্রশ্ন : শতকরা লাভ (লাভ%) বা শতকরা ক্ষতি (ক্ষতি %) সবসময় কিসের ওপর হিসাব করা হয়। উত্তর : ক্রয়মূল্যের ওপর প্রশ্ন : ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কী হয়? উত্তর : লাভ হয় প্রশ্ন : বিক্রয় মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়? উত্তর : ক্ষতি হয় প্রশ্ন : একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে? উত্তর : ১২% প্রশ্ন : একটি খাতা ১৫ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত ক্ষতি হবে? উত্তর : ২০% প্রশ্ন : ১২ জন লোক ২০ জনের লোকের Ñ %। শূন্যস্থানে কী বসবে? উত্তর : ৬০ প্রশ্ন : ৩০০ টাকার ১৫০% হলো Ñ টাকা। শূন্যস্থানে কী বসবে? উত্তর : ৪৫০ প্রশ্ন : ৮০ জন শিক্ষাথীর্র ৩০% অনুপস্থিত হলে, মোট কতজন অনুপস্থিত? উত্তর : ২৪ জন প্রশ্ন : প্রতিটি কাপের ওজন ০.৩ কেজি হলে ৫টি কাপের ওজন কত? উত্তর : ১.৫ কেজি প্রশ্ন : কতটি ১.০০১ দ্বারা ০.১৯৫ গঠন করা যায়? উত্তর : ১৯৫ প্রশ্ন : ৪, ২, ৩, ৭ অঙ্কগুলো একবার ব্যবহার করে তিন হাজার থেকে বড় ক্ষুদ্রতম সংখ্যাটি কত? উত্তর : ৩২৪৭। প্রশ্ন : ১৭৫৮৩৪ সংখ্যাটিতে ৭-এর স্থানীয় মান কত? উত্তর : ৭০০০০। প্রশ্ন : ৬৭৮৯ সংখ্যাটিতে ৯-এর স্বকীয় মান কত? উত্তর : ৯। প্রশ্ন : একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৮, ০, ৭, ৫, ৩, ৪ অঙ্কগুলো দ্বারা গঠিত ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? উত্তর : ৮৭৫৪৩০। প্রশ্ন : সাত অঙ্কবিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যার প্রথমে ৬ এবং শেষে ৩ আছে? উত্তর : ৬৯৯৯৯৯৩। প্রশ্ন : ৪, ৯, ০ অঙ্কগুলো ব্যবহার করে দুই অঙ্কবিশিষ্ট যে কয়টি সংখ্যা গঠন করা যায় তাদের যোগফল কত? উত্তর : (৪৯+৯৪+৯০+৪০) = ২৭৩