গ্রিন ইউনিভাসিির্টতে ভতির্ মেলা

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
গ্রিন ইউনিভাসিির্ট অব বাংলাদেশে ভতির্ মেলা শুরু হয়েছে। ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা ২০ ডিসেম্বর পযর্ন্ত চলবে। এ সময়ে শিক্ষাথীর্রা ৫০ শতাংশ ছাড়ে স্প্রিং সেমিস্টারে ভতির্ হতে পারবেন। গ্রিন ইউনিভাসিির্টতে ব্যাচেলর ও মাস্টাসর্ প্রোগামগুলোর মধ্যে রয়েছেÑ বিবিএ, এমবিএ, ইএমবিএ, এলএলবি, এলএলএম, সমাজবিজ্ঞান, সিএসই, ইইই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইংলিশ এবং জানাির্লজম ও মিডিয়া কমিউনিকেশন। বতর্মানে গ্রিন ইউনিভাসিির্টর বিভিন্ন প্রোগ্রামের ভতিের্ত ভতির্চ্ছু মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্রী, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড়রা সবোর্চ্চ ১০০ শতাংশ পযর্ন্ত স্কলারশিপ পাচ্ছেন। এসএসসি ও এইচএসসির ফলাফল ও করপোরেট ও গ্রæপভিত্তিক ভতির্ হলেও রয়েছে বিশেষ ছাড়। আর স্থায়ী ক্যাম্পাসে (পূবার্চল আমেরিকান সিটি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) ভতির্ হলে রয়েছে সবির্ন¤œ ৫০ শতাংশ থেকে সবোর্চ্চ ১০০% ওয়েভার। বিস্তারিত ইউনিভাসিির্টর ওয়েবসাইট িি.িমৎববহ.বফঁ.নফ-এ পাওয়া যাবে।