কুবিতে ডকুমেন্টারি প্রদশর্ন

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৪ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে সেতুবন্ধন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ডকুমেন্টারি প্রদশর্ন করা হয়েছে। সেতুবন্ধন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিষেক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মশাল প্রজ্বালন, জাতীয় সংগীত শেষে শহীদদের শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৬’র ৬ দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নিবার্চন, ৭ মাচের্র ভাষণ এবং ১৯৭১-এর ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাকাÐের ইতিহাসসহ বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে নিমির্ত “একাত্তরের রণত‚যর্” শিরোনামে এ ডকুমেন্টারি প্রদশর্ন করা হয়। সেতুবন্ধনের সদস্য সচিব ফারিদ মোস্তাকিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জামান, উপদেষ্টা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ, আহŸায়ক মো. সাইফুল ইসলাম পলাশ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সেতুবন্ধনের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষাথীর্রা।