নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

প্রকাশ | ১৩ জুলাই ২০২২, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
প্রথম অধ্যায় ২১। আইন কাদের জন্য সমানভাবে প্রযোজ্য? ক) অসহায়দের জন্য খ) বড়লোকদের জন্য গ) সবার জন্য ঘ) পুরোহিতদের জন্য উত্তর : গ) সবার জন্য। ২২. পৌরনীতি ও নাগরিকতাকে কী বলা হয়? ক) পৌর বিজ্ঞান খ) সাধারণ বিজ্ঞান গ) নাগরিকতা বিষয়ক বিজ্ঞান ঘ) কলা উত্তর : গ) নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। ২৩. ফ্রান্সের চতুর্দশ লুই বলতেন- ক) আমিই রাষ্ট্র খ) আমিই সরকার গ) আমিই জনগণ ঘ) আমিই সমাজ উত্তর : ক) আমিই রাষ্ট্র। ২৪. রাষ্ট্রের উপাদান কটি? ক) ৭টি খ) ৬টি গ) ৫টি ঘ) ৪টি উত্তর : ঘ) ৪টি। ২৫. রাষ্ট্র পরিচালনা করতে সরকার কয় ধরনের কাজ সম্পাদন করেন? ক) ৫ ধরনের খ) ৪ ধরনের গ) ৩ ধরনের ঘ) ২ ধরনের উত্তর : গ) ৩ ধরনের। ২৬. সরকার রাষ্ট্রের একটি- ক) গুরুত্বহীন উপাদান খ) গুরুত্বপূর্ণ উপাদান গ) নমনীয় উপাদান ঘ) পরিবর্তনশীল উপাদান উত্তর : খ) গুরুত্বপূর্ণ উপাদান। ২৭. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? ক. ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ খ. বল বা শক্তি প্রয়োগ মতবাদ গ. ঐশী মতবাদ ঘ. সামাজিক চুক্তি মতবাদ উত্তর : ক) ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। ২৮. আমাদের এই পৃথিবীতে ছোট-বড় মোট কতটি রাষ্ট্র আছে? ক) ২০০টি খ) ১৭৯টি গ) ১৯৫টি ঘ) ১৯৩টি উত্তর : ক) ২০০টি। ২৯. রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান? ক) সামাজিক প্রতিষ্ঠান খ) রাজনৈতিক প্রতিষ্ঠান গ) ধর্মীয় প্রতিষ্ঠান ঘ) ব্যক্তি প্রতিষ্ঠান উত্তর : খ) রাজনৈতিক প্রতিষ্ঠান। ৩০. নাগরিকের অধিকার ও কর্তব্য কোথায় আলোচিত হয়? ক) পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে খ) অর্থনীতি বিষয়ে গ) সাহিত্য বিষয়ে ঘ) ইতিহাস বিষয়ে উত্তর : ক) পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে। ৩১. পরিবারের শ্রেণিবিভাগ করা হয় প্রধানত কয়টি নীতির ভিত্তিতে? ক) ৬টি খ) ৫টি গ) ৪টি ঘ) ৩টি উত্তর : ঘ) ৩টি। ৩২. নাগরিকতার স্থানীয় বিষয় কোনটি? ক) পৌরসভা খ) আইন সভা গ) কমনওয়েলথ ঘ) জাতিসংঘ উত্তর : ক) পৌরসভা। ৩৩. রাষ্ট্রের পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি? ক) জনসমষ্টি খ) ভূখন্ড গ) সরকার ঘ) সার্বভৌমত্ব উত্তর : গ) সরকার। ৩৪. কোনটি লাতিন শব্দ? ক) রাষ্ট্র খ) নাগরিক গ) সিভিকস ঘ) সরকার উত্তর : গ) সিভিকস। ৩৫. মাহিনের পরিবার প্রাচীনকালের আধিবাসী। তার দেশ সম্পর্কে নিচের কোনটি সত্য? ক) নগর রাষ্ট্র খ) বৃহৎ রাষ্ট্র গ) সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘ) কল্যাণ রাষ্ট্র উত্তর : ক) নগর রাষ্ট্র। ৩৬. সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি? ক) হাসপাতাল খ) পরিবার গ) সংঘ ঘ) রাষ্ট্র উত্তর : খ) পরিবার। ৩৭. পারিবারিক শান্তি ও সৌহার্দ সৃষ্টি করা কোন ধরনের কাজ? ক) মনস্তাত্ত্বিক কাজ খ) রাজনৈতিক কাজ গ) অবকাশমূলক কাজ ঘ) শিক্ষামূলক কাজ উত্তর : ক) মনস্তাত্ত্বিক কাজ। ৩৮. সমাজের শাশ্বত বিদ্যালয় কোনটি? ক) বিশ্ববিদ্যালয় খ) মাধ্যমিক বিদ্যালয় গ) প্রাথমিক বিদ্যালয় ঘ) পরিবার উত্তর : ঘ) পরিবার। ৩৯. সামাজিক মূল্যবোধের লালন পরিবারের কোন ধরনের কাজ? ক) রাজনৈতিক খ) সাংস্কৃতিক গ) শিক্ষামূলক ঘ) মনস্তাত্ত্বিক উত্তর : গ) শিক্ষামূলক। ৪০. পরিবারের মনস্তাত্ত্বিক কাজ কোনটি? ক) বেড়াতে যাওয়া খ) উদারতা গ) টিভি দেখা ঘ) গল্পগুজব উত্তর : খ) উদারতা। ৪১. মানুষের সমষ্টি কী? ক) পরিবার খ) সংঘ গ) সমাজ ঘ) সম্প্রদায় উত্তর : খ) সংঘ। ৪২. পৌরনীতি কীসের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে? ক) নাগরিকতার খ) রাষ্ট্রের গ) সমাজের ঘ) বিদেশির উত্তর : ক) নাগরিকতার। ৪৩. রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান? ক) অর্থনৈতিক খ) রাজনৈতিক গ) সাংস্কৃতিক ঘ) আধ্যাত্মিক উত্তর : খ) রাজনৈতিক। ৪৪. কোনটিকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে? ক) নাগরিক জীবন খ) সামাজিক জীবন গ) অর্থনৈতিক জীবন ঘ) রাজনৈতিক জীবন উত্তর : ক) নাগরিক জীবন। ৪৫. পৌরনীতির মূল বিষয়বস্তু কোনটি? ক) স্বাধীনতা খ) সাম্য গ) নাগরিক ঘ) রাজনীতি উত্তর : গ) নাগরিক। ৪৬. পৌরনীতি ও নাগরিকতার পরিসর বা বিষয়বস্তু কেমন? ক) সীমাবদ্ধ ও সংকীর্ণ খ) ব্যাপক ও বিস্তৃত গ) বিস্তৃত ও সংকীর্ণ ঘ) ব্যাপক ও সংকীর্ণ উত্তর : খ) ব্যাপক ও বিস্তৃত