এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা দ্বিতীয়পত্র

ডাক্তার ডাকোÑ কমর্ কারকে শূন্য বিভক্তি

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী শিক্ষক, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর কারক ও বিভক্তি ২৯. কোনটিতে কমর্ কারকে শূন্য বিভক্তি? ক. ডাক্তার ডাকো খ. লোকমুখে শোনা গ. বিপদে যেন না করি ভয় ঘ. জলকে চল সঠিক উত্তর : ক. ডাক্তার ডাকো ৩০. ভাবাধিকরণে সবর্দা কোন বিভক্তি যুক্ত হয়? ক. পঞ্চমী খ. ষষ্ঠী গ. সপ্তমী ঘ. সবগুলো সঠিক উত্তর : গ. সপ্তমী ৩১. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বণর্ যুক্ত হয়, তাদের কী বলে? ক. সমাস খ. কারক গ. বিভক্তি ঘ. সম্বন্ধ পদ সঠিক উত্তর : গ. বিভক্তি ৩২. সম্বন্ধ ও সম্বোধন পদ কারক নহে, কারণ কী? ক. কতার্র সঙ্গে সম্পকর্ থাকে না খ. ক্রিয়ার সঙ্গে সম্পকর্ থাকে না গ. বিভক্তি যুক্ত হয় না ঘ. কতার্ নিজে ক্রিয়া সমাধা করে সঠিক উত্তর : খ. ক্রিয়ার সঙ্গে সম্পকর্ থাকে না অনুসগর্ ৩৩. অনুসগর্ কী? ক. বিভক্তি খ. উপসগর্ গ. ক্রিয়া বিভক্তি ঘ. অব্যয় সঠিক উত্তর : ঘ. অব্যয় ৩৪. অনুসগর্ কী কাজ করে? ক. বিভক্তির কাজ করে খ. শব্দের অথর্ স্পষ্ট করে গ. শব্দের অথের্র পরিবতর্ন করে ঘ. বাক্যের অথর্ প্রকাশে সাহায্য করে উত্তর : ঘ. বাক্যের অথর্ প্রকাশে সাহায্য করে ৩৫. ‘বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা’Ñ এই বাক্যে ‘বিনে’ অনুসগির্ট কোন অথর্ প্রকাশ করেছে? ক. সঙ্গে খ. প্রয়োজনে গ. নিমিত্তে ঘ. ব্যতিরেকে/অভাবে সঠিক উত্তর : ঘ. ব্যতিরেকে/অভাবে ৩৬. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে’Ñ এখানে ‘বিনা’ কী? ক. উপসগর্ খ. অনুসগর্ গ. বিভক্তি ঘ. কারক সঠিক উত্তর : খ. অনুসগর্। বাক্য প্রকরণ ৩৭। বাক্যের অথর্ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে? ক. আকাক্সক্ষা খ. আসত্তি গ. যোগ্যতা ঘ. ইচ্ছা সঠিক উত্তর : খ. আসত্তি