ক্যাডেট কলেজে ভতির্ প্রস্তুতি

গণিত

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে প্রশ্নোত্তর দেয়া হলো। প্রশ্ন : ১, ২, ৩ অঙ্কগুলো ব্যবহার করে দুই অঙ্কবিশিষ্ট কয়টি সংখ্যা গঠন করা যায়? উত্তর : (১২, ২১, ২৩, ৩২, ১৩, ৩১) মোট ছয়টি। প্রশ্ন : এক অঙ্ক একবারের বেশি ব্যবহার না করে তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত? উত্তর : ৮৮৫। প্রশ্ন : সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল কত হয়? উত্তর : ৯৯৯৯৯৯৮। প্রশ্ন : অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্ক কোনটি? উত্তর : ৯। প্রশ্ন : ৪২০৫ সংখ্যাটিতে ০ (শূন্য) এর স্থানীয় মান কত? উত্তর : ০ (শূন্য)। প্রশ্ন : ৪২০৩ সংখ্যাটিতে ২ এবং ০-এর স্থানীয় মানের পাথর্ক্য কত? উত্তর : ২০০। প্রশ্ন : ৪২০৯ সংখ্যাটির ০-এর স্থানীয় মানের সাথে কত যোগ করলে ২-এর স্থানীয় মানের সমান হবে। উত্তর : ২০০ প্রশ্ন : ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমান হবে? উত্তর : ১ প্রশ্ন : সাত অঙ্কবিশিষ্ট যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথম ৭ এবং শেষে ৬ আছে তাদের পাথর্ক্য কত? উত্তর : ৯৯৯৯৯০ প্রশ্ন : যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে কী বলে? উত্তর : ভাজ্য প্রশ্ন : ভাজ্য গুন ভাগফল = কী? উত্তর : ভাজক প্রশ্ন : কোন সংখ্যাকে ভাগ করলে যা অবশিষ্ট থাকে তাকে কী বলে? উত্তর : ভাগশেষ প্রশ্ন : কোনটি সত্য নয়? উত্তর : ভাজক ০ হলে ভাগফল ০ হয় প্রশ্ন : নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে সঠিক? উত্তর : ভাগফল = ভাজ্য ´ ভাজক প্রশ্ন : তিন সংখ্যার সমষ্টি ৩৩০ হলে তাদের গড় কত? উত্তর : ১১০ প্রশ্ন : ৬টি সংখ্যার যোগফল ৫৭ হলে তাদের গড় কত? উত্তর : ৯.৫ প্রশ্ন : কিছুসংখ্যক রাশি দেয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে রাশিগুলোর কী বলে? উত্তর : গড় প্রশ্ন : ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে তাদের গড় ওজন কত? উত্তর : ১৫৪ গ্রাম