জানার আছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন : আফ্রিকার আয়তন কত? উত্তর : ২,৯৮,০৫,০৪৮ বগর্ কি.মি.। প্রশ্ন : আফ্রিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ? উত্তর : ২০.৬%। প্রশ্ন : আফ্রিকা মহাদেশের অবস্থান? উত্তর : নিররেখার দু’পাশে। প্রশ্ন : প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে কি বলা হতো? উত্তর : অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। প্রশ্ন : আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি? উত্তর : দক্ষিণ আফ্রিকা। প্রশ্ন : আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কী? উত্তর : মাদাগাস্কার। প্রশ্ন : আফ্রিকার সবোর্চ্চ পবর্তশৃঙ্গ কোনটি? উত্তর : কিলিমাঞ্জারো (৫৮৯৪ মিটার)। প্রশ্ন : কিলিমাঞ্জারো পবর্তশৃঙ্গ কোন দেশে অবস্থিত? উত্তর : তাঞ্জানিয়া।