যবিপ্রবি সমাপনী অনুষ্ঠান

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৫ ডিসেম্বর যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, কেমিকৌশল বিভাগ, অণুজীববিজ্ঞান বিভাগ, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগসমূহের প্রতিনিধিরা তাদের ভবিষ্যতের অগ্রগতির পরিকল্পনা তুলে ধরেন এবং বাজেট উপস্থাপন করেন। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেনÑ যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন। আইকিউএসির প্রশাসনিক কমর্কতার্ মো. শাহারিয়া করিম জসির পরিচালনায় অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সব ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।