এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো জ্ঞানমূলক প্রশ্নোত্তর অধ্যায়Ñ৬ ৪১। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে? উত্তর : রক্ষীকোষ ৪২। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে, কাÐের বাকল ফেটে কী সৃষ্টি হয়? উত্তর : লেন্টিসেল ৪৩। প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশের বায়ু পানির সঙ্গে মিশে? উত্তর : বায়ুকুঠুরি ৪৪। বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয় ভাগে বিভক্ত? উত্তর : ৩ ভাগে ৪৫। কোষরস কাকে বলে? উত্তর : উদ্ভিদ কোষে উপস্থিত খনিজ পদাথর্ মিশ্রিত যে পানি তাকে কোষরস বলে। ৪৬। উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে? উত্তর : ৯০% ৪৭। কিউটিকল কাকে বলে? উত্তর : পাতার উপর ও নিচের কিউটিনের আবরণকে কিউটিকল বলে। ৪৮। রক্তরসের রং কেমন? উত্তর : ঈষৎ হলুদাভ ৪৯। রক্তসংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে ৫০। সাধারণত রক্তের কতভাগ রক্তরস? উত্তর : ৫৫ ভাগ ৫১। রক্তরসে জৈব ও অজৈব পদাথের্র শতকরা পরিমাণ কত? উত্তর : ৮-৯% ৫২। রক্তরস কাকে বলে? উত্তর : রক্তের বণর্হীণ তরল অংশকে রক্তরস বলে। ৫৩। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে? উত্তর : যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। ৫৪।মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়? উত্তর : ৩ প্রকার ৫৫। রক্তকণিকার জন্ম কোথায়? উত্তর : লাল অস্থিমজ্জায় ৫৬। একইদিনে জন্ম নেয়া একটা শে^ত কণিকার চেয়ে একটা লোহিত কণিকা কতদিন বেশি বঁাচে? উত্তর : ১০০ দিন