জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শক্ষিা জগৎ ডস্কে য়
প্রশ্ন : আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? উত্তর : ভিক্টোরিয়া (২৬, ৮২৮ বগর্ কি.মি.)। প্রশ্ন : আফ্রিকার সবির্নন্ম বিন্দু কোনটি? উত্তর : লেক আসাই, জিবুতি (গভীরতা-১৫৬.১ মিটার)। প্রশ্ন : আফ্রিকা তথা পৃথিবীর দীঘর্তম নদী কোনটি? উত্তর : নীলনদ (৬৬৫০ কি.মি.)। প্রশ্ন : আফ্রিকার বিখ্যাত নদীগুলোর নাম কী? উত্তর : নীলনদ ৬৬৫০ কি.মি.), কঙ্গো (৪৮০০ কি.মি.), নাইজার (৪১৮০ কি.মি.), জাম্বেসি (৩৫৪০ কি.মি.)। প্রশ্ন : আফ্রিকা তথা পৃথিবীর (আয়তনে) বৃহত্তম জলপ্রপাত কোনটি? উত্তর : নায়াগ্রা (উচ্চতা ৫১ মিটার)। প্রশ্ন : পৃথিবীর সবাের্পক্ষা খবর্কায় জাতি কোনটি? উত্তর : পিগমী (১.৪ মিটার)। প্রশ্ন : পিগমী জাতি কোন দেশে বসবাস করে? উত্তর : কঙ্গো। প্রশ্ন : আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি? উত্তর : আলজেরিয়া (২৩,৮১,৭৪০ বগর্ মিটার)। প্রশ্ন : লোকসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি? উত্তর : নাইজেরিয়া। প্রশ্ন : আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর : সিসেলিস। প্রশ্ন : আফ্রিকার সবচেয়ে সম্পদশালী দেশ কোনটি? উত্তর : দক্ষিণ আফ্রিকা।