গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
মহান বিজয় দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিন অনুপমা আজহারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা আদিব খানম, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুত্তর্জা আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরিচালক এনায়েত-এ-মওলা জিন্নার পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষাথীর্ এতে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করেন। এ ছাড়া ১৬ ডিসেম্বর, বিজয় দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কমর্কতার্ ও কমর্চারীরা র‌্যালি নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পস্তবক অপর্ণ করেন।