সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ১৮ আগস্ট ২০২২, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
নবম অধ্যায় ১৭। প্রবীণরা নিঃসঙ্গ বোধ করেন কেন? (ক) সঙ্গ দেওয়ার লোক না থাকায় (খ) বয়স হয়ে যাওয়ায় (গ) অসুস্থ থাকায় (ঘ) গুরুত্ব কমে যাওয়ায় উত্তর : (ক) সঙ্গ দেওয়ার লোক না থাকায় ১৮। নারীর অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত? (ক) মানবাধিকার (খ) মৌলিক অধিকার (গ) রাজনৈতিক অধিকার (ঘ) অর্থনৈতিক অধিকার উত্তর : (ঘ) অর্থনৈতিক অধিকার ১৯। প্রবীণদের কল্যাণে কাজ করে থাকে- র. ঝরাপাতা রর. বাংলাদেশ মহিলা সংঘ ররর. প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ২০। আমাদের দেশে পুত্রসন্তানকে অধিক গুরুত্ব দেওয়া হয়- র. সংসারের হাল ধরবে বলে রর. বংশের নাম ও মান রক্ষা করবে বলে ররর. অর্থ উপার্জন করে বাবা-মাকে খাওয়াবে বলে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর ২১। সরকার কোন বিষয়টির জন্য কঠোর আইন প্রবর্তন করেছে? (ক) নারী শিক্ষার জন্য (খ) নারীর মাতৃত্বকালীন ছুটির জন্য (গ) নারী নির্যাতন ও এসিড সন্ত্রাস রোধের জন্য (ঘ) নারীকে সমঅধিকার প্রদান না করার জন্য উত্তর : নারী নির্যাতন ও এসিড সন্ত্রাস রোধের জন্য ২২। বিশ্বকল্যাণ ও উন্নয়নের জন্য অপরিহার্য কোনটি? (ক) নারী অধিকার (খ) পুরুষ অধিকার (গ) মহাকাশ পর্যবেক্ষণ (ঘ) শিশু শিক্ষা অধিকার হরণ উত্তর : (ক) নারী অধিকার ২৩। সন্তানের নামের সাথে বাবার নামের পাশাপাশি কার নাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে? (ক) দাদার নাম (খ) দাদির নাম (গ) মায়ের নাম (ঘ) চাচার নাম উত্তর : (গ) মায়ের নাম ২৪। মেয়েদের বিনা বেতনে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ালেখার পদক্ষেপ গ্রহণের কারণ কী? (ক) শিক্ষার বিস্তার (খ) নারী অধিকার প্রতিষ্ঠা (গ) আদর্শ মা গড়ে তোলা (ঘ) স্বাবলম্বী নারী গড়ে তোলা। উত্তর : (খ) নারী অধিকার প্রতিষ্ঠা ২৫। কর্মস্থলে নারীর মাতৃত্বকালীন ছুটির সময়সীমা কত? (ক) ৬ মাস (খ) ৫ মাস (গ) ৪ মাস (ঘ) ৩ মাস। উত্তর : (ক) ৬ মাস ২৬। ময়না ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সে স্কুল থেকে টাকা পায়। কিন্তু সে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পায়নি। ময়না যে টাকা পায় তাকে কী বলে? (ক) মেধাবৃত্তি (খ) অনুদান (গ) ভাতা (ঘ) উপবৃত্তি \হউত্তর : (খ) অনুদান ২৭। বাংলাদেশে নারী-পুরুষের সমানাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে কোথায়? (ক) সংবিধানে (খ) পরিবারে (গ) সমাজে (ঘ) রাষ্ট্রে উত্তর : (ক) সংবিধানে ২৮। অধিকারের মূল লক্ষ্য কোনটি? (ক) সর্বজনীন কল্যাণ সাধন (খ) পরিবেশ রক্ষা (গ) খাদ্যের নিশ্চয়তা (ঘ) শিক্ষার প্রসার উত্তর : (ক) সর্বজনীন কল্যাণ সাধন ২৯। মানুষের সব ধরনের অধিকার কোন সনদে লেখা থাকে? (ক) রাজনৈতিক সনদ (খ) মানবাধিকার সনদ (গ) শিক্ষা সনদ (ঘ) বৈবাহিক সনদ উত্তর : (খ) মানবাধিকার সনদ ৩০। কোন প্রতিষ্ঠান মানবাধিকার সনদ প্রকাশ করে? (ক) ওছি পরিষদ (খ) ন্যাটো (গ) জাতিসংঘ (ঘ) ইউরোপীয় ইউনিয়ন উত্তর : (গ) জাতিসংঘ ৩১। বাংলাদেশে সরকারি চাকরি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের বয়স কত ? (ক) ৫৭ বছর (খ) ৫৯ বছর (গ) ৬০ বছর (ঘ) ৬৫ বছর। উত্তর : (খ) ৫৯ বছর ৩২। আমাদের সমাজে প্রবীণদের সমস্যার কারণ- র. তাদের উপার্জনের সামর্থ্য নেই রর. সামাজিক মূল্যবোধের অবক্ষয় ররর. সমাজে নৈতিক শিক্ষার অবনতি নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর। উত্তর : (ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ এবং৩৪নং প্রশ্নের উত্তর দাও : রোজিনা তার স্বামীকে ছেলেমেয়েদের জন্য খেলনা আনতে বলেন। বাজার থেকে তার স্বামী ছেলের জন্য ক্রিকেট বল ও ব্যাট এবং মেয়ের জন্য পুতুলও হাঁড়ি-পাতিল কিনে আনলেন। ৩৩। রোজিনার স্বামীর খেলনা ক্রয়ের ঘটনায় ছেলেমেয়ের প্রতি যে ধরনের আচরণের প্রকাশ পেয়েছে তা হলো- র. অর্থনৈতিক বৈষম্য রর. দৃষ্টিভঙ্গির পার্থক্য ররর. আদরের পার্থক্য নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (খ) রর ৩৪। উক্ত বৈষম্যের কারণে শিশুর কোন দিকটি অধিক বাধাগ্রস্ত হয়? (ক) নিরাপদে বেড়ে ওঠা (খ) শিক্ষা গ্রহণ করা (গ) স্বাস্থ্য সুরক্ষা (ঘ) সঠিক মানবিক বিকাশ উত্তর : (ঘ) সঠিক মানবিক বিকাশ ৩৫। কোনটি ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না? (ক) কর্তব্য (খ) দায়িত্ব (গ) অধিকার (ঘ) আইন উত্তর : (ক) কর্তব্য ৩৬। প্রবীণরা নিঃসঙ্গবোধ করেন কেন? (ক) সঙ্গ দেওয়ার কোনো লোক না থাকায় (খ) বয়স হয়ে যাওয়ায় (গ) অসুস্থ থাকায় (ঘ) গুরুত্ব কমে যাওয়ায় উত্তর : (ক) সঙ্গ দেওয়ার কোনো লোক না থাকায় ৩৭। প্রবীণরা আমাদের কী দিয়ে সাহায্য করতে পারেন? (ক) সম্পদ (খ) জ্ঞান (গ) অর্থ (ঘ) মনোবল উত্তর : (খ) জ্ঞান হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়