জানার আছে অনকে কছিু

বিষয় : সাধারণ জ্ঞান

প্রকাশ | ১৮ আগস্ট ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : সাদা রক্ত বা বর্ণহীন বিশিষ্ট প্রাণী- উত্তর : তেলাপোকা। প্রশ্ন : কোয়ান্টাম তত্ত্বের অপর নাম- উত্তর : ফোটন তত্ত্ব। প্রশ্ন : বায়ুর মাধ্যমে সংক্রামিত হয়- উত্তর : ইনফ্লুয়েঞ্জা। প্রশ্ন : কণা তত্ত্বের প্রবক্তা- উত্তর : আইজ্যাক নিউটন। প্রশ্ন : নিউটন আবিষ্কার করেন- উত্তর : চ্যাডউইক। প্রশ্ন : জৈব রসায়নের জনক- উত্তর : ফ্রেডরিক উহলার। প্রশ্ন : জটিল অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়- উত্তর : দুটি উত্তল লেন্স। প্রশ্ন : কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো- উত্তর : বালি। প্রশ্ন : অ্যালুমেনিয়াম সালফেটকে চলিত বাংলায় বলে- উত্তর : ফিটকিরি। প্রশ্ন : মহাশূন্য থেকে আগত রশ্মিকে বলে- উত্তর : কসমিক রশ্মি। প্রশ্ন : বিদু্যৎ পরিবাহিতা সবচেয়ে বেশি- উত্তর : রূপার মধ্যে। প্রশ্ন : রক্তের লোহিত কণিকা তৈরি হয়- উত্তর : অস্থি। প্রশ্ন : ধানের বাদামি রোগ হয়- উত্তর : ছত্রাক দ্বারা। প্রশ্ন : পানির জীব হলেও বাতাসে নিঃশ্বাস নেয়- উত্তর : শুশুক। প্রশ্ন : গ্রিন হাউস গ্যাস নয়- উত্তর : নাইট্রোজেন। প্রশ্ন : পৃথিবীর নিকটতম গ্রহ- উত্তর : মঙ্গল। প্রশ্ন : শালগাছ বায়ুমন্ডলে ত্যাগ করে- উত্তর : অক্সিজেন। প্রশ্ন : চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন- উত্তর : নীল আর্মস্ট্রং। প্রশ্ন : সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ- উত্তর : বৃহস্পতি। প্রশ্ন : ওজন স্তর সবচেয়ে বেশি ক্ষতি করে- উত্তর : ক্লোরিন।