ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ৩০ আগস্ট ২০২২, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
আজ তোমাদের জন্য বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো জন্মভূমি ৪৬. চাঁদের হাসি, ফুলের গন্ধ ইত্যাদি অনুষঙ্গের মাধ্যমে কবি 'জন্মভূমি' কবিতায় নির্দেশ করেছেন জন্মভূমির- ক. মানুষের বন্ধন খ. সৌন্দর্যের অফুরন্ত উৎসকে গ. প্রকৃতিকে ঘ. আবহাওয়াকে উত্তর : খ. সৌন্দর্যের অফুরন্ত উৎসকে ৪৭. 'জন্মভূমি' কবিতার কবি হৃদয়ের কোন রূপটি ফুটে উঠেছে? ক. কোমল খ. দৃঢ় গ. বলিষ্ঠ ঘ. প্রতিবাদী উত্তর : ক. কোমল ৪৮. 'নমঃ নমঃ সুন্দরী মম জননী জন্মভূমি'-চরণটির সাথে জন্মভূমি কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? ক. কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে খ. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে গ. ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে ঘ. কোন বনেতে জানি নে ফুলে উত্তর : খ. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে ৪৯. কবি নিজ জন্মকে সার্থক মনে করেন- র. এদেশে জন্মগ্রহণ করে রর. জন্মভূমিকে ভালোবাসতে পেরে ররর. এদেশের ধনরত্নের ঐশ্বর্য দেখে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ৫০. জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে- র. ফুলের বাগান রর. চাঁদের জ্যোৎস্না ররর. সূর্যের কিরণ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ৫১. জন্মভূমি কবিতায় কবি দেশকে কল্পনা করেছেন- র. নারীরূপ রর. মাতৃরূপে ররর. রানিরূপে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : গ. রর ও ররর ৫২. দেশের ছায়ায় অঙ্গ জুড়ানোর অভিব্যক্তিতে যে বিষয়ের প্রকাশ ঘটেছে- র. দেশের প্রতি গভীর মমত্ববোধ রর. মাতৃভূমির প্রতি কৃতজ্ঞতা ররর. দীর্ঘ পরিশ্রমের পর অনাবিল শান্তি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ৫৩. 'জন্মভূমি' কবিতায় প্রধানত ব্যক্ত হয়েছে- র. কবির নিসর্গপ্রীতি \হরর. কবির দেশপ্রেম ররর. কবির আধ্যাত্মিক প্রেম নিচের কোনটি সঠিক? ক.র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ৫৪. 'জন্মভূমি' কবিতায় কবি মুগ্ধ হয়েছেন- র. জন্মভূমির বিপুল ঐশ্বর্যে রর. জন্মভূমির অপরূপ সৌন্দর্যে ররর. জন্মভূমির চিরায়ত সৌন্দর্যে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৫৫ ও ৫৬নং প্রশ্নগুলোর উত্তর দাও : 'ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম-যেন এই দেশেতে মরি' ৫৫. উদ্ধৃত চরণের সাথে মিল আছে- র. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে রর. সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে ররর. ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. ররর ঘ. র, রর ও ররর উত্তর : গ. ররর ৫৬. অনুচ্ছেদ ও 'জন্মভূমি' কবিতার কবির ইচ্ছায় ব্যক্ত হয়েছে- র. গভীর দেশপ্রেম রর. গভীর আবেগ ররর. গভীর আকুলতা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৫৭ ও ৫৮নং প্রশ্নের উত্তর দাও : 'এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী-গিরি বনে বাঁচিয়া মরিতে আশা' ৫৭. অনুচ্ছেদটির সঙ্গে 'জন্মভূমি' কবিতার সাদৃশ্য কোথায়? ক. স্বদেশের প্রতি গভীর ভালোবাসায় খ. স্বদেশকে সম্মান জানানো গ. স্বদেশের জন্য যুদ্ধ করা ঘ. স্বদেশের মাটিকে ভালোবাসা উত্তর : ক. স্বদেশের প্রতি গভীর ভালোবাসায় ৫৮. অনুচ্ছেদের আবেগ 'জন্মভূমি' কবিতায় যেভাবে প্রকাশ পেয়েছে- র. দেশের রূপ বর্ণনায় রর. দেশের মাটিতে মৃতু্যর ইচ্ছায় ররর. দেশকে সবার উপরে স্থান দেওয়ায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, ররর ও ররর উত্তর : ক. র ও রর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়