পঞ্চম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
আমাদের পরিবেশ ১৮। পরাগায়ন কী? উত্তর : ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের বা একই জাতের অন্য ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। এটি ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। ১৯. তানিম খেলতে গিয়ে ক্লান্ত হয়ে গেল। শ্বাসকার্য চালাতে তার কষ্ট হচ্ছে। এ সময় তার কী গ্রহণ করা প্রয়োজন। উত্তর : অক্সিজেন। ২০. মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারলেও উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার খাদ্য তৈরি করে? উত্তর : সালোকসংশ্লেষণ। ২১. তোমাদের বাড়ির পাশের বনে কাঠবিড়ালি ও বানর দেখা যায়। এই প্রাণীদের আবাসস্থল- উত্তর : গাছ। ২২. পরাগায়ন-প্রক্রিয়ায় উদ্ভিদের কী ঘটে? উত্তর : বংশ বৃদ্ধি হয়। ২৩. আবিদদের ছাদের দেয়ালে একটি নতুন বটগাছ জন্মেছে। কীসের মাধ্যমে গাছটির বীজ এখানে এসেছে? উত্তর : প্রাণী। ২৪. আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। এই চাহিদা মেটানোর জন্য আমরা কার ওপর নির্ভর করি? উত্তর : উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপর। ২৫. আফরিন তার ফলগাছ থেকে ফল সংগ্রহ করে। আফরিনের গাছগুলো নিজের খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করে? উত্তর : সূর্যের আলো। ২৬. সিয়ামের সরিষাখেতে গাছ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াকে কী বলে? উত্তর : বীজের বিস্তরণ। ২৭. তিনাদের পেয়ারাগাছের বীজ থেকে গাছের গোড়ায় ছোট ছোট নতুন চারা হয়েছে। তিনার গাছের বীজ সৃষ্টিতে কোন প্রাণী সাহায্য করেছে? উত্তর : মৌমাছি। ২৮. তোমাদের বাড়ির পুকুরটিতে আছে ব্যাঙ, শেওলাজাতীয় ছোট ছোট উদ্ভিদকণা। এছাড়া আছে ছোট-বড় অনেক মাছ। পুকুরটিতে কী তৈরি হতে পারে? উত্তর : খাদ্যশৃঙ্খল। ২৯. তামান্না একটি ব্যাঙকে ঘাসফড়িং খেতে দেখল। এই ঘাসফড়িং আবার ঘাস খায়। এভাবে পরিবেশে কী তৈরি হয়? উত্তর : খাদ্যশৃঙ্খল। ৩০. তোমার বাড়ির পাশের উদ্যানটিতে অনেক গাছপালা, পশুপাখি ও লেক রয়েছে। এসব উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত। এই খাদ্যশৃঙ্খলগুলো একত্র হয়ে কী তৈরি করে? উত্তর : খাদ্যজাল। ৩১. তানিয়া টেলিভিশনে পরিবেশবিষয়ক অনুষ্ঠানে দেখল পোকা ঘাস খায়, ব্যাঙ পোকা খায়, সাপ ব্যাঙ খায়, বাজপাখি সাপ খায়। তানিয়ার দেখা এই প্রক্রিয়াটির নাম কী? উত্তর : খাদ্যশৃঙ্খল। ৩২. যদি কোনো এলাকায় ব্যাঙের সংখ্যা কমতে থাকে, তা হলে কী ঘটার আশঙ্কা বেশি? উত্তর : ফড়িংয়ের সংখ্যা বৃদ্ধি। ৩৩. সঠিক খাদ্যশৃঙ্খলের উদাহরণ কী? উত্তর : ঘাস-ফড়িং-ব্যাঙ। ৩৪. চিংড়ি কোথায় বাস করে? উত্তর : পানিতে। ৩৫. মাটি কোন পরিবেশের উপাদান? উত্তর : জড় পরিবেশের। ৩৬. পরিবেশের জীব উপাদান- উত্তর : উদ্ভিদ। ৩৭. পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত? উত্তর : দুই। ৩৮. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে বলে পরিবেশে- উত্তর : কার্বন ডাইঅক্সাইড স্থিতিশীল থাকে। ৩৯. উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না কী ছাড়া? উত্তর : বায়ু। ৪০. একাধিক খাদ্যশৃঙ্খল ওতপ্রোতভাবে জড়িয়ে কী তৈরি করে? উত্তর : খাদ্যজাল। ৪১. বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল? উত্তর : অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। ৪২. সব প্রাণীই বায়ু থেকে গ্রহণ করে- উত্তর : অক্সিজেন। ৪৩. খাদ্যশৃঙ্খলে তৃণজাতীয় উদ্ভিদ কীসের ওপর নির্ভরশীল? উত্তর : সূর্যের আলো। ৪৪. খাদ্যশৃঙ্খলে ব্যাঙ কীসের ওপর নির্ভরশীল? উত্তর : ঘাসফড়িং। ৪৫. পরিবেশে খাদ্যশৃঙ্খলের প্রাথমিক স্তর- উত্তর : সবুজ উদ্ভিদ। ৪৬. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে- উত্তর : উদ্ভিদ। ৪৭. সব উদ্ভিদ ও প্রাণীর শক্তির উৎস কী? উত্তর : সূর্য। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়