বাঁচতে দাও
৪. শামসুর রাহমান কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. জনকণ্ঠ খ. প্রথম আলো
গ. দৈনিক বাংলা ঘ. দৈনিক আজাদী
উত্তর : গ. দৈনিক বাংলা
৫. শামসুর রাহমানের কবিতার বিষয়বস্তু হিসেবে কোনটি উলেস্নখযোগ্য?
ক. নাগরিক জীবন খ. পলিস্নজীবন
গ. অবহেলিত জীবন ঘ. শোষিতের জীবন
উত্তর : ক. নাগরিক জীবন
৬. কবি শামসুর রাহমান পেশায় কী ছিলেন?
ক. শিক্ষক খ. উকিল
গ. সাংবাদিক ঘ. ব্যাংকার
উত্তর : গ. সাংবাদিক
৭. 'এলাটিং বেলাটিং' বইটি কার লেখা?
ক. আল মাহমুদের খ. জসীমউদ্দীনের
গ. শামসুর রাহমানের ঘ. রবীন্দ্রনাথের
উত্তর : গ. শামসুর রাহমানের
৮. কবি শামসুর রাহমানের মৃতু্য সাল কোনটি?
ক. ২০০৪ খ. ২০০৫
গ. ২০০৬ ঘ. ২০০৭
উত্তর : গ. ২০০৬
৯. কবি শামসুর রাহমানের কবিতার নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে-
র. নাগরিক জীবন
রর. মুক্তিযুদ্ধ
ররর. গণআন্দোলন
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর ও ররর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
১০. কবি শামসুর রাহমান যেখানে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন-
র. মর্নিং নিউজ
রর. রেডিও বাংলাদেশ
ররর. দৈনিক গণশক্তি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
১১. কবি শামসুর রাহমানের প্রাপ্ত পুরস্কার-
র. বাংলা একাডেমি পুরস্কার
রর. একুশে পদক
ররর. মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণপদক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
১২. রঙিন ঘুড়ির পেছনে কে ছুটছে?
ক. মাঝি খ. বৃদ্ধা
গ. দস্যি ছেলে ঘ. দুরন্ত বালক
উত্তর : ঘ. দুরন্ত বালক
১৩. নীল আকাশে কে মেলেছে পাখা?
ক. বক খ. পানকৌড়ি
গ. সোনালি চিল ঘ. কাক
উত্তর : গ. সোনালি চিল
১৪. মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে-
ক. ঘুঘু খ. শালিক
গ. কোকিল ঘ. হাঁস
উত্তর : ক. ঘুঘু
১৫. বালির উপর কত কিছু আঁকছে কে?
ক. মাঝি খ. কেঁচো
গ. পাখি ঘ. শিশু
উত্তর : ঘ. শিশু
১৬. 'পানকৌড়ি' কোথায় নাইছে?
ক. নদীতে খ. পুকুরে
গ. দিঘিতে ঘ. কাজল বিলে
উত্তর : ঘ. কাজল বিলে
১৭. 'সুজন মাঝি' কোথায় নৌকা বাইছে?
ক. পুকুরে খ. গহিন গাঙে
গ. ঝিলের জলে ঘ. বিলে
উত্তর : খ. গহিন গাঙে
১৮. 'নরম রোদে' কে নাচ জুড়েছে?
ক. কোকিল খ. টুনটুনি
গ. শ্যামাপাখি ঘ. ময়না
উত্তর : গ. শ্যামাপাখি
১৯. শিশু, পাখি, ফুলের কুঁড়ি সবাইকে আজ-
ক. জাগিয়ে তোলো খ. বাঁচতে দাও
\হগ. নতুন প্রাণ দাও ঘ. আলো দাও
উত্তর : খ. বাঁচতে দাও
২০. দুরন্ত শিশু কীসের উপর আঁকাআঁকি করছে?
ক. মাটির উপর খ. বালির উপর
গ. মেঝেতে ঘ. সাইনবোর্ডে
উত্তর : খ. বালির উপর
২১. সোনালি চিল কোন আকাশে পাখা মেলেছে?
ক. পুব আকাশে খ. পশ্চিম আকাশে
গ. মধ্য দুপুরের আকাশে ঘ. নীল আকাশে
উত্তর : ঘ. নীল আকাশে
২২. কে আলোর খেলা খেলছে রোজই?
ক. জোনাক পোকা খ. কবুতর
গ. পানকৌড়ি ঘ. বিড়াল
উত্তর : ক. জোনাক পোকা
২৩. 'বাঁচতে দাও' কবিতায় 'নরম রোদ' বলতে কী বোঝানো হয়েছে?
ক. প্রখর রোদ খ. তীব্র রোদ
গ. মৃদু রোদ ঘ. মেঘাচ্ছন্ন রোদ
উত্তর : গ. মৃদু রোদ
২৪. 'বাঁচতে দাও' কবিতায় 'নরম ছায়া' বলতে কী বোঝানো হয়েছে?
ক. শুষ্ক ছায়া খ. শীতল ছায়া
গ. গাছের ছায়া ঘ. কোমল রোদ
উত্তর : খ. শীতল ছায়া
২৫. শামসুর রাহমান 'বাঁচতে দাও' কবিতায় সবার কোন অধিকার কামনা করেছেন?
ক. হাসার খ. নাচার
গ. বাঁচার ঘ. খেলার
উত্তর : গ. বাঁচার
২৬. 'বাঁচতে দাও' কবিতায় বালককে ছুটতে দেওয়ার দ্বারা কবি কোন স্বাধীনতা বুঝিয়েছেন?
ক. স্বাধীনচেতা জীবন
খ. প্রাণ খুলে বলার স্বাধীনতা
গ. পরাধীন জীবন
ঘ. দুষ্টুমিকে প্রশ্রয় দেওয়া
উত্তর : ক. স্বাধীনচেতা জীবন
২৭. 'রানু রান্না শিখতে চায় কিন্তু তার বাবা নিষেধ করেন'-
'বাঁচতে দাও' কবিতার আলোকে তার বাবার ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য?
ক. রাঁধতে দাও খ. শিখতে দাও
গ. বাঁধতে দাও ঘ. নাচতে দাও
উত্তর : খ. শিখতে দাও
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়