জানার আছে অনকে কছিু
প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
উত্তর : 'কথোপকথন'।
প্রশ্ন : বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন : রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার অন্যতম কবি?
উত্তর : শাহ মুহাম্মদ সগীর।
প্রশ্ন : রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার অন্যতম গ্রন্থ?
উত্তর : ইউসুফ-জুলেখা।
প্রশ্ন : মঙ্গলকাব্যের ধারার অন্যতম কবি?
উত্তর : মুকুন্দরাম
বাংলাদেশের দ্বীপ
প্রশ্ন : নিঝুম দ্বীপ বিখ্যাত কেন?
উত্তর : সমুদ্রসৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবং অতিথি পাখির আগমনের জন্য।
প্রশ্ন : দেশের কয়টি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছে?
উত্তর : দক্ষিণাঞ্চলের উপকূলীয় ১০টি জেলায়।
প্রশ্ন : মৃতপ্রায় ব-দ্বীপ অঞ্চল কয়টি?
উত্তর : যশোর ও কুষ্টিয়ায়
প্রশ্ন : অপরিপক্ব দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর : দক্ষিণাঞ্চলের মেঘনা নদীর মোহনায়।
প্রশ্ন : কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরের চর জাগানো সম্ভব কীভাবে?
উত্তর : ক্রস ডাম পদ্ধতিতে।
প্রশ্ন : কুয়াকাটা কোথায় অবস্থিত এবং কেন বিখ্যাত?
উত্তর : পটুয়াখালী জেলায় অবস্থিত সমুদ্রসৈকত ও পর্যটন কেন্দ্র। এখানে সূর্যোদয় ও সূর্যাস্ত প্রত্যক্ষ করা যায়।
প্রশ্ন : সন্দীপ কেন বিখ্যাত?
উত্তর : প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরি হতো বলে।
প্রশ্ন : সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত করেছে কোন সংস্থা?
উত্তর : টঘঊঝঈঙ