প্রশ্ন : আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%)।
প্রশ্ন : কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে?
উত্তর : নেদারল্যান্ডস।
প্রশ্ন : কোন দেশের তিনটি রাজধানী?
উত্তর : দক্ষিণ আফ্রিকার।
প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কী কী?
উত্তর : প্রিটোরিয়া, কেপটাউন ও বস্নুমফনটেন।
প্রশ্ন : সৌরজগৎ সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
উত্তর :কোপারনিকাস, ১৫৪০ সালে।
প্রশ্ন : সর্বপ্রথম এভারেস্ট কে জয় করেন?
উত্তর : হিলারি ও তেনজিং, ১৯৫৩ সালে।
প্রশ্ন : সর্বপ্রথম কোন মহিলা এভারেস্ট জয় করেন?
উত্তর : জুনকো তাবেই, ১৯৭৫ সালে।
প্রশ্ন : ভারত গমনের সমুদ্র পথ কে আবিষ্কার করেন?
উত্তর : ভাস্কো-দা-গামা।
প্রশ্ন : প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে?
উত্তর : ফরাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস, ১৬৬৮ সালে।
প্রশ্ন : ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিষ্কার করেন?
উত্তর : ক্যাপ্টেন জন স্পেক, ১৮৫৬ সালে।
প্রশ্ন : উত্তর মেরু কে আবিষ্কার করেন?
উত্তর : রবার্ট পিয়েরে, ১৯০৯ সালে।
প্রশ্ন : দক্ষিণ মেরু আবিষ্কার করেন কে?
উত্তর : ব্রমান্ড সেন, ১৯১২ সালে।
প্রশ্ন : আমেরিকা আবিষ্কার করেন কে? উত্তর : ইতালির নাবিক কলম্বাস, ১৪৯৮ সালে।
প্রশ্ন : পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিষ্কার করেন?
উত্তর : কলম্বাস, ১৪৯২ সালে।
প্রশ্ন : কে সর্বপ্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন?
উত্তর : ম্যাগিলান, ১৫১৯ সালে।
প্রশ্ন : প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিষ্কার করেন?
উত্তর : ম্যাগিলান।
প্রশ্ন : ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিষ্কার করেন?
উত্তর : ডেভিড লিভিংস্টোন।
প্রশ্ন : গ্রিনল্যান্ড কে আবিষ্কার করেন?
উত্তর : এরিক দি রেড ভাইকিং, ৯৮২ সালে।