জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বিজ্ঞান

পরমাণু কী দ্বারা গঠিত?

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। অধ্যায় : ৬ জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৬। পরমাণু কাকে বলে? উত্তর : পদাথের্র ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। ৭। সব পদাথর্ই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। Ñ মতবাদটি কার? উত্তর : গ্রিক দাশির্নক ডেমোক্রিটাসের ৮। ক্ষুদ্রতম কণার নাম পরমাণু বা এটম দেন কে? উত্তর : ডেমোক্রিটাস ৯। কত সালে জন ডাল্টন পরমাণু মতবাদ দেন? উত্তর : ১৮০৩ সালে ১০। ডাল্টনের পরমাণু মতবাদটি লিখ। উত্তর : পরমাণু হলো মৌলিক পদাথের্র ক্ষুদ্রতম কণা এবং এক আর ভাঙা যায় না। ১১। পরমাণু কী দ্বারা গঠিত? উত্তর : ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন ১২। পরমাণুর গঠন সম্পকের্ রাদারফোডের্র মতবাদটি লিখ। উত্তর : পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তিনি আরও ব্যাখ্যা দেন, পরমাণুর বেশির ভাগ জায়গা ফঁাকা, আর ঋণাত্মক আধারযুক্ত কণার তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। ১৩। কার পরমাণু মডেল সৌরজগতের মতো? উত্তর : রাদারফোডের্র ১৪। কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কী ব্যবহার করা হয়? উত্তর : প্রোটনের সংখ্যা ১৫। পারমাণবিক সংখ্যা কাকে বলে? উত্তর : কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। ১৬। সোডিয়ামের একটি পরমাণুতে কতটি ইলেকট্রন ও প্রোটন রয়েছে? উত্তর : ১১টি ইলেকট্রন ও ১১টি প্রোটন ১৭। নিউট্রন সংখ্যা জানতে হলে কী জানা দরকার? উত্তর : কোনো মৌলের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা ১৮। কোনো মৌলের ভরসংখ্যা নিণের্য়র সূত্রটি লিখ। উত্তর : কোনো মৌলের ভরসংখ্যা = ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা + নিউট্রনের সংখ্যা ১৯। কোনো মৌলের নিউট্রন সংখ্যা নিণের্য়র সূত্রটি লিখ। উত্তর : কোনো মৌলের নিউট্রন সংখ্যা = ওই মৌলের ভরসংখ্যা - প্রোটনের সংখ্যা ২০। অক্সিজেনের ভরসংখ্যা ১৬ দ্বারা কী বোঝায়? উত্তর : অক্সিজেনের একটি পরমাণুতে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন রয়েছে। ২১। সোডিয়ামের ভরসংখ্যা কত? উত্তর : ২৩ ২২। সোডিয়ামের একটি পরমাণুতে কতটি নিউট্রন রয়েছে? উত্তর : ১২টি ২৩। আইসোটোপ কাকে বলে? উত্তর : কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন তাদের ওই মৌলের আইসোটোপ বলে। ২৪। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি ও কী কী? উত্তর : হাইড্রোজেনের আইসোটোপ ৩টি। যথাÑ প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম। ২৫। কোন পরমাণুতে কোনো নিউট্রন নেই? উত্তর : হাইড্রোজেন ২৬। কাবের্নর কয়টি আইসোটোপ রয়েছে? উত্তর : ৩টি ২৭। কাবের্নর বেশির ভাগ পরমাণুতে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন রয়েছে? উত্তর : ৬টি প্রোটন ও ৬টি নিউট্রন [ কাবের্নর কিছু কিছু পরমাণুতে ৭টি বা ৮টি নিউট্রনও থাকে ] ২৮। অস্থায়ী আইসোটোপ কী বিকিরণ করে? উত্তর : বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা ২৯। বিভিন্ন রোগ নিণের্য় ও নিরাময়ে কী ব্যবহার করা হয়? উত্তর : আইসোটোপ