জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির উদ্দেশ্যÑ

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর আবার আসিব ফিরে ২৬. ‘আবার আসিব ফিরে’ কবিতার মূলভাব কোনটি? ক. ধমের্চতনা খ. প্রকৃতিচেতনা গ. মৃত্যুচেতনা ঘ. স্বদেশচেতনা সঠিক উত্তর : খ. প্রকৃতিচেতনা ২৭. ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির উদ্দেশ্য হচ্ছেÑ ক. বাংলার গাছপালাকে ভালোবাসা খ. বাংলার পশুপাখিকে ভালোবাসা গ. বাংলার অনাবিল সৌন্দযের্র সঙ্গে চিরদিন মিশে থাকা ঘ. বাংলার ঘরে ঘরে অমর হয়ে থাকা। সঠিক উত্তর : গ. বাংলার অনাবিল সৌন্দযের্র সঙ্গে চিরদিন মিশে থাকা ২৮। ‘জলাঙ্গী’ শব্দটি কোন সমাসের অন্তভুর্ক্ত? ক. কমর্ধারয় খ. তৎপুরুষ গ. বহুব্রীহি ঘ. দ্ব›দ্ব সঠিক উত্তর : গ. বহুব্রীহি ২৯। কবি জীবনানন্দ দাশ তার কবিতায় তুচ্ছ অনুষঙ্গ ব্যবহার করেছেনÑ র. বাংলার আবহমান প্রকৃতি বোঝাতে রর. বাংলার অবহেলিত প্রকৃতি তুলে ধরতে ররর. বাংলার দৈনন্দিন জীবনাচার তুলে ধরতে নিচের কোনটি সঠিক? ক. ররর খ. র ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ৩০। নিচে ‘আবার আসিব ফিরে’ কবিতার কিছু শব্দ হলোÑ র. ধানসিঁড়ি, শঙ্খচিল, সুদশর্ন রর. নবান্ন, ঘুঙুর, খই ররর. ল²ীপেঁচা, ধবল বক, শালিক নিচের কোনটি সঠিক? ক. রর খ. রর ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. রর ও ররর