৬ষ্ঠ শ্রেণির পড়ালেখা গণিত

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-২ ৩। সরল অনুপাতের উত্তর রাশিকে পূবর্ রাশি এবং পূবর্ রাশিকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হয়- ক. যৌগিক অনুপাত খ. ব্যস্ত অনুপাত গ. মিশ্র অনুপাত ঘ. একক অনুপাত সঠিক উত্তর: খ. ব্যস্ত অনুপাত ৪। ৪: ৩, ৭: ১২ এবং ৯: ৫ এর মিশ্র অনুপাত নিচের কোনটি? ক. ৯: ৫ খ. ৭: ৫ গ. ৪: ৫ ঘ. ৯: ১২ সঠিক উত্তর: খ. ৭: ৫ ৫। পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১: ৪। পিতার বয়স ৪৪ বছর হলে পুত্রের বয়স কত বছর? ক. ৪ বছর খ. ১১ বছর গ. ১৪ বছর ঘ. ১৬ বছর সঠিক উত্তর: ঘ. ১৬ বছর ৬। ক: খ = ৪: ৭, খ: গ = ১০: ৭ হলে ক: খ: গ = কত? ক. ৪: ১০: ৭ খ. ৭: ১০: ৪ গ. ৪০: ৭০: ৪৯ ঘ. ৪৯: ৪০: ৭০ সঠিক উত্তর: গ. ৪০: ৭০: ৪৯ ৭। ৩: ৫ এর সমান অনুপাত কোনটি? ক. ৬: ৫ খ. ৩: ১০ গ. ৯: ২০ ঘ. ১২: ২০ সঠিক উত্তর: ঘ. ১২: ২০ ৮। ক: ৯:: ১৬: ৮ হলে ক এর মান নিচের কোনটি? ক. ১৮ খ. ১৭ গ. ১৬ ঘ. ১৫ সঠিক উত্তর: ক. ১৮ দুটি সংখ্যার যোগফল ৪৫০। এদের অনুপাত ৮: ৭। উক্ত তথ্যের ভিত্তিতে নিচের ৯ থেকে ১১ নাম্বার প্রশ্নের উত্তর দাও। ৯। প্রদত্ত অনুপাতটির ব্যস্ত অনুপাত নিচের কোনটি? ক. ৮: ৭ খ. ৭: ৮ গ. ৬৪: ৪৯ ঘ. ১৬: ১৪ সঠিক উত্তর: খ. ৭: ৮ ১০। ছোট সংখ্যাটি কত? ক. ২৪০ খ. ২১০ গ. ১২০ ঘ. ২১ সঠিক উত্তর: খ. ২১০