জানার আছে অনেক কিছু

চঁাদের বুকে নীল আমর্স্ট্রং

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন: ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন? উত্তর: ভিটামিন-কে প্রশ্ন: ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে? উত্তর: নীল করে প্রশ্ন: খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে? উত্তর: শুঁটকি মাছে প্রশ্ন: খাবার লবণের রাসায়নিক নাম কী? উত্তর: সোডিয়াম ক্লোরাইড প্রশ্ন: গলগÐ রোগ হয় কিসের অভাবে? উত্তর: আয়োডিনের অভাবে প্রশ্ন: গ্যাভানাইজিং কী? উত্তর: লোহার ওপর দস্তার প্রলেপ প্রশ্ন: গ্রীষ্মকালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো? উত্তর: সাদা প্রশ্ন: চঁাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন? উত্তর: বাতাস নেই বলে প্রশ্ন: চঁাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী? উত্তর: এপোলো-১১ প্রশ্ন: চঁাদের বুকে কে প্রথম অবতরণ করে? উত্তর: নীল আমর্স্ট্রং