বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি বাংলা

প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
১২. ‘পথের পঁাচালী’ উপন্যাসটি কার রচনা? (ক) রাজশেখর বসু (খ) মানিক বন্দ্যোপাধ্যায় (গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (ঘ) জীবনানন্দ দাশ উত্তর : (গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৩. ‘অপরাজিত’ গ্রন্থটির লেখক কে? (ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (গ) মানিক বন্দ্যোপাধ্যায় (ঘ) সুকান্ত ভট্টাচাযর্ উত্তর : (ক) বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায় ১৪. মানুষের সুখ-দুঃখ এবং প্রকৃতির রূপ-রঙ চিত্রণ কার উপন্যাসের বিশেষত্ব? (ক) মানিক বন্দ্যোপাধ্যায় (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (ঘ) বুদ্ধদেব বসু উত্তর : (খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৫. ‘আরণ্যক, অপরাজিত, ইছামতি’ কার রচনা? (ক) জীবনানন্দ দাশ (খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (গ) অমিয় চক্রবতীর্ (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তর : (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৬. ‘বিধু মাস্টার’ গল্পগ্রন্থটির লেখক কে? (ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (গ) বনফুল (ঘ) রাজশেখর বসু উত্তর : (ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৭. মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত? (ক) রোমান্টিসিজম (খ) ক্লাসিসিজম (গ) মাকির্সজম (ঘ) পোস্ট মডানির্জম উত্তর : (ঘ) পোস্ট মডানির্জম ১৮. ‘পদ্মানদীর মাঝি’ কি ধরনের রচনা? (ক) উপন্যাস (খ) ভ্রমণ কাহিনী (গ) রম্য রচনা (ঘ) মাছ ধরার কাহিনী উত্তর : (ক) উপন্যাস ১৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপন্যাসের উপজীব্য - (ক) মাঝি মাল্লার সংগ্রামশীল জীবন (খ) চাষী জীবনের করুণচিত্র (গ) জেলে জীবনের বিচিত্র সুখ- দুঃখ (ঘ) চরবাসীদের দুঃখী জীবন উত্তর : (গ) জেলে জীবনের বিচিত্র সুখ- দুঃখ ২০. ‘পুতুল নাচের ইতিকথা’- উপন্যাসটি কার লেখা? (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) মানিক বন্দ্যোপাধ্যায় (গ) সৌরিন্দ্র মোহন মুখোপাধ্যায় (ঘ) জহির রায়হান উত্তর : (খ) মানিক বন্দ্যোপাধ্যায় ২১. কোন বইটি উপন্যাস? (ক) বাংলার কাব্য (খ) বৃত্রসংহার কাব্য (গ) দিবারাত্রির কাব্য (ঘ) মহাশ্মশান উত্তর : (গ) দিবারাত্রির কাব্য