বশেমুরবিপ্রবিতে সেমিনার

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১০ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক ভবনের ৩০৭ নং কক্ষে ‘সোসিওলোজিক্যাল স্টাডি’ শীষর্ক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকমর্ বিভাগের শিক্ষক ড. সুষমা মুখাজীর্। সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি ছায়েদা মাহমুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকমর্ বিভাগের প্রফেসর ড. শুভব্রত দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভ‚গোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মো. আব্দুল কাদের। সেমিনারের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন ও বাংলাদেশ কৃষি ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রফিকুননেছা আলী। সেমিনার বক্তা ড. সুষমা মুখাজীর্ উত্তর কোলকাতার একটি বৃদ্ধাশ্রমে বসবাসরত বৃদ্ধদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে অন্যান্যের মধ্যে সমাজবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. মজনুর রশিদ, শামীমা নাসরিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষাথীর্, কমর্কতার্ ও কমর্চারীরা অংশগ্রহণ করেন।