এসএসসি পরীক্ষার প্রস্তুতি

পদাথির্বজ্ঞান

ভরের এককÑ

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য পদাথির্বজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো অধ্যায়-৩ ২। জড়তা কাকে বলে? উত্তর : বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধমর্ তাকে জড়তা বলে। ৩। কীসের সাহায্যে বস্তুর জড়তা পরিমাপ করা হয়? উত্তর : ভরের সাহায্যে ৪। নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়? উত্তর : বল ও জড়তা ৫। ভরবেগ কাকে বলে? উত্তর : ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। ৬। গতি জড়তা কাকে বলে? উত্তর : গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে গতি জড়তা বলে। ৭। কোনো বস্তুর জড়তা কীসের ওপর নিভর্র করে? উত্তর : বস্তুর ভরের ওপর ৮। জড়তা কয় প্রকার? উত্তর : ২ প্রকার ৯। নিউটনের গতিবিষয়ক কোন সূত্রকে জড়তার সূত্র বলা হয়? উত্তর : প্রথম সূত্রকে ১০। নিউটনের প্রথম সূত্র পদাথের্র কোন ধমের্ক প্রকাশ করে? উত্তর : জড়তা ১১। নিউটনের কোন সূত্রের সাহায্যে আমরা চলাফেরা করি? উত্তর : ৩য় সূত্রের সাহায্যে ১২। কত সালে স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থ ‘ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে গতির সূত্র তিনটি প্রকাশ করেন? উত্তর : ১৬৮৭ সালে ১৩। বল কোন ধরনের রাশি? উত্তর : ভেক্টর রাশি ১৪। চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কোন জড়তার কারণে? উত্তর : গতি জড়তার কারণে ১৫। স্থিতি জড়তা কাকে বলে? উত্তর : স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে স্থিতি জড়তা বলে। ১৬। নিউটনের ১ম গতিসূত্রের সাথে সম্পকির্ত কোন বিষয়গুলো? উত্তর : বল ও জড়তা ১৭। নিউটনের কোন সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়? উত্তর : নিউটনের গতিবিষয়ক ১ম সূত্র থেকে ১৮। সাইকেলে প্যাডেল দেয়া বন্ধ করলে সাইকেল সাথে সাথে থেমে যায় না কেন? উত্তর : গতি জড়তার কারণে ১৯। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ার কারণ কী? উত্তর : স্থিতি জড়তার কারণে ২০। ভরের একক কী? উত্তর : কিলোগ্রাম (শম) ২১। চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে কী হবে? উত্তর : যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়বে ২২। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি? উত্তর : ৪টি