এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো চতুথর্ অধ্যায় ১. জলবায়ুর পরিবতের্নর ফলে- র. মানুষের পেশাগত পরিবতর্ন ঘটছে রর. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ররর. বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ২. বাংলাদেশের ভূপ্রকৃতি কীরূপ? ক. নিচু খ. উঁচু গ. সমতল ঘ. নিচু ও সমতল সঠিক উত্তর: ঘ. নিচু ও সমতল ৩. বাংলাদেশের জলবায়ুর ওপর কোন বায়ুর প্রভাব খুব বেশি? ক. পশ্চিমা বায়ু খ. নিয়ত বায়ু গ. মৌসুমি বায়ু ঘ. শুল্ক বায়ু সঠিক উত্তর: গ. মৌসুমি বায়ু ৪. বাংলাদেশ কী গঠিত একটি আদ্রর্ অঞ্চল? ক. পলল গঠিত খ. কাদামাটি গঠিত গ. পাহাড় বেষ্টিত ঘ. কঠিন শিলা গঠিত সঠিক উত্তর: ক. পলল গঠিত ৫. দক্ষিণ এশিয়ার কয়টি বড় নদী বাংলাদেশে অবস্থিত? ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি সঠিক উত্তর: খ. ৩টি ৬. এশিয়া মহাদেশের কোন দিকে বাংলাদেশ অবস্থিত? ক. উত্তর খ. পূবর্ গ. পশ্চিম ঘ. দক্ষিণ সঠিক উত্তর: ঘ. দক্ষিণ ৭. বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে? ক. ককর্টক্রান্তি রেখা খ. মকরক্রান্তি রেখা গ. বিষুবরেখা ঘ. অক্ষরেখা সঠিক উত্তর: ক. ককর্টক্রান্তি রেখা ৮.পূবর্-পশ্চিমে বাংলাদেশের বিস্তৃতি কত কি.মি.? ক. ৪০০ কি.মি. খ. ৪২০ কি.মি. গ. ৪৩০ কি.মি. ঘ. ৪৪০ কি.মি. সঠিক উত্তর: ঘ. ৪৪০ কি.মি.