এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত?

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো চতুথর্ অধ্যায় ৯. বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত? ক. পশ্চিমবঙ্গ খ. ত্রিপুরা গ. মিজোরাম ঘ. মণিপুর সঠিক উত্তর: ক. পশ্চিমবঙ্গ ১০. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? ক. উত্তর দিকে খ. দক্ষিণ দিকে গ. পূবর্ দিকে ঘ. পশ্চিম দিকে সঠিক উত্তর : গ. পূবর্ দিকে ১১. বাংলাদেশের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি সঠিক উত্তর: গ. ৫টি ১২. বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত? ক. উত্তর খ. দক্ষিণ গ. পূবর্ ঘ. পশ্চিম সঠিক উত্তর: খ. দক্ষিণ ১৩. বাংলাদেশের মানুষের কখনো গরম আবার কখনো শীত অনুভবের কারণ কী? ক. সবর্দা গ্রীষ্মকাল থাকায় খ. বিভিন্ন ঋতুতে জলবায়ু বিরাজমান থাকায় গ. বিভিন্ন ঋতুতে জলবায়ুর তারতম্য থাকায় ঘ. সারাবছর শীতের তারতম্য কম-বেশি থাকায় সঠিক উত্তর: গ. বিভিন্ন ঋতুতে জলবায়ুর তারতম্য থাকায় ১৪. নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পযর্ন্ত বিস্তৃত সমভূমি কোন ধরনের সমভূমি? ক. স্রোতজ সমভূমি খ. উপকূলীয় সমভূমি গ. পলল গঠিত সমভূমি ঘ. ব-দ্বীপ সমভূমি সঠিক উত্তর: খ. উপকূলীয় সমভূমি ১৫. ভূপ্রকৃতির গঠনের কারণে কী ভেদে বাংলাদেশের জনসংখ্যার পাথর্ক্য সূচিত হয়? ক. অঞ্চলভেদে খ. পরিবেশ ভেদে গ. জলবায়ুভেদে ঘ. জনবসতি ভেদে সঠিক উত্তর: ক. অঞ্চলভেদে