এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-১ ১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে প্রথম সমাজবিজ্ঞানের অধ্যয়ন শুরু হয়? ক. অথর্নীতি খ. রাষ্ট্রবিজ্ঞান গ. দশর্ন ঘ. নৃবিজ্ঞান সঠিক উত্তর : গ. দশর্ন ১১। জবমরড়হধষ ঝড়পরড়ষড়মু গ্রন্থের লেখক কে? ক. রাধাকমল মুখাজির্ খ. নাজমুল করিম গ. পেরি বেসাইনি ঘ. আবুল ফজল সঠিক উত্তর : ক. রাধাকমল মুখাজির্ ১২। বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা রয়েছেÑ র. সামাজিক সচেতনতা জাগ্রত করার ক্ষেত্রে রর. সঠিক পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে ররর. দ্ব›দ্ব-সংঘাত নিরসনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর অধ্যায়-৪ ১। ঐরংঃড়ৎু ড়ভ ইঁৎসধ গ্রন্থের লেখক কে? ক. নাজমুল করিম খ. জন মাশার্ল গ. কনের্ল ফায়ার ঘ. আবুল ফজল সঠিক উত্তর : গ. কনের্ল ফায়ার ২। জুমচাষের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলোÑ র. পযার্য়ক্রমিক চাষপদ্ধতি রর. পাহাড়ি ঢালু ভ‚মিতে করা হয় ররর. একসঙ্গে নানা বীজ বপন করা হয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৩। গারো সমাজে কয়টি গোত্র রয়েছে? ক. তিনটি খ. চারটি গ. পঁাচটি ঘ. ছয়টি সঠিক উত্তর : ঘ. ছয়টি ৪। গারো সমাজে পরিবারের ছোট মেয়েকে কী বলা হয়? ক. নোকনা খ. এগেট গ. সাংমা ঘ. মারাক সঠিক উত্তর : ক. নোকনা ৫। সোহরাই উৎসব পালন করে কারা? ক. গারোরা খ. চাকমারা গ. সঁাওতালরা ঘ. মণিপুরিরা সঠিক উত্তর : গ. সঁাওতালরা ৬। রাখাইনরা কোন ধমের্ বিশ্বাসী? ক. হিন্দু খ. খ্রিস্টান গ. বৌদ্ধ ঘ. ধমার্ন্তরিত খ্রিস্টান সঠিক উত্তর : গ. বৌদ্ধ ৭। অতুল এ বছর তাদের বাহা উৎসব বেশ আনন্দের সঙ্গে উদযাপন করে। অতুল হলোÑ ক. গারো খ. রাখাইন গ. মণিপুরি ঘ. সঁাওতাল সঠিক উত্তর : ঘ. সঁাওতাল