ইস্ট ওয়েস্টে নবীনবরণ

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
৩ জানুয়ারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শীতকালীন সেমিস্টারের শিক্ষাথীের্দর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগ, নিজ নিজ শিক্ষাথীের্দর জন্য পৃথক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এবারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ১৫০০ শিক্ষাথীের্ক বরণ করা হয়। নবীনদের বরণ করে নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কাযর্ক্রম, সুযোগ-সুবিধা সম্পকের্ ধারণা দেয়া হয়। সেইসঙ্গে শিক্ষা কাযর্ক্রমের সংশ্লিষ্ট শিক্ষক ও কমর্কতাের্দর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোডের্র চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোডের্র সদস্য শেলী এ মুবদি ও ড. সাইদুর রহমান লস্কর, বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচাযর্ অধ্যাপক ড. ফকরুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা।