এসএসসি পরীক্ষার প্রস্তুতি

পদাথির্বজ্ঞান

সঁাতার কাটার সময় প্রবাহী ঘষর্ণ হয়

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য পদাথির্বজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো অধ্যায়-৩ ৪৩। ঘষর্ণ বল কাকে বলে? উত্তর : একটি বস্তু যখন অন্য একটি বস্তুর ওপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পশর্তলে গতির বিরুদ্ধে বাধাদানকারী যে বলের সৃষ্টি হয় তাকে ঘষর্ণ বল বলে। ৪৪। কোন বলের লব্ধি শূন্য হয়? উত্তর : সাম্য বলের ৪৫। দুটি চৌম্বক মেরুর মধ্যকার আকষর্ণ বা বিকষর্ণ বলকে কী বলে? উত্তর : তাড়িতচৌম্বক বল ৪৬। অসাম্য বল কাকে বলে? উত্তর : যদি কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে অসাম্য বল বলে। ৪৭। ভরবেগের মাত্রা লিখ। উত্তর : গখঞ-১ ৪৮। ভরবেগের একক কী? উত্তর : শমসং-১ ৪৯। ভরবেগ কোন রাশি? উত্তর : ভেক্টর রাশি ৫০। ভরবেগের দিক কোন দিকে? উত্তর : বেগের দিকে ৫১। বলের মাত্রা লিখ। উত্তর : গখঞ-২ ৫২। আমরা যখন মাটির ওপর দিয়ে দৌড়াই তখন কীসের কারণে সামনে এগিয়ে যেতে পারি? উত্তর : প্রতিক্রিয়া বলের কারণে ৫৩। প্রযুক্ত বলকে বলের ক্রিয়াকাল দ্বারা গুণ করলে কী পাওয়া যায়? উত্তর : বলের ঘাত ৫৪। ক্রিয়া বল (ঋ১) এবং প্রতিক্রিয়া বল (ঋ২) এর মধ্যে সম্পকর্ লিখ। উত্তর : ঋ১ = - ঋ২ বা ঋ১ + ঋ২ = ০ ৫৫। একটি চলন্ত গাড়িকে ব্রেক করে থামানো হলো, গাড়িটি কোন ঘষর্ণ বলের সম্মুখীন হবে? উত্তর : পিছলানো ঘষর্ণ ৫৬। পিছলানো ঘষের্ণর অন্য নাম কী? উত্তর : বিসপর্ ঘষর্ণ ৫৭। ঘষর্ণ কয় প্রকার? উত্তর : চার প্রকার ৫৮। কোন ধরনের ঘষের্ণ বাধার বলের মান বেশি? উত্তর : পিছলানো বা বিসপর্ ঘষর্ণ ৫৯। মাবেের্লর গতি কোন ধরনের ঘষের্ণর উদাহরণ? উত্তর : আবতর্ ঘষর্ণ ৬০। কোন ঘষর্ণ কাজে লাগিয়ে মাছ পানিতে চলাচল করে? উত্তর : প্রবাহী ঘষর্ণ ৬১। একটি বস্তু কোনো তলের ওপর দিয়ে পিছলে চললে কোন ধরনের ঘষর্ণ বল সৃষ্টি হয়? উত্তর : বিসপর্ ঘষর্ণ ৬২। যে কোনো দুটি তলের অনিয়মিত প্রকৃতির ফল কী? উত্তর : ঘষর্ণ ৬৩। একটি মাবের্ল গড়িয়ে দিলে কিছুদূর গিয়ে থেমে যায় কেন? উত্তর : ঘষের্ণর কারণে ৬৪। সঁাতার কাটার সময় কোন ধরনের ঘষর্ণ? উত্তর : প্রবাহী ঘষর্ণ ৬৫। ঘষর্ণমুক্ত পথে বলের দ্বারা কাজ হলে বস্তুতে কী সৃষ্টি হয়? উত্তর : ত্বরণ ৬৬। বায়ুর বঁাধা কোন বলের বিপরীতে কাজ করে? উত্তর : অভিকষর্ বল ৬৭। প্যারাস্যুটের মাধ্যমে আরোহীকে নিরাপদে অবতরণে সাহায্য করে কোন ঘষর্ণ? উত্তর : প্রবাহী ঘষর্ণ ৬৮। টায়ার এবং রাস্তার মধ্যবতীর্ ঘষর্ণ বলের মান নিভর্র করে কীসের ওপর? উত্তর : টায়ারের পৃষ্ঠের ওপর