এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সিলেটে ঘনবসতি গড়ে উঠেছেÑ

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো চতুথর্ অধ্যায় ১৬. সিলেটে কোন শিল্পকে কেন্দ্র করে ঘনবসতি গড়ে উঠেছে? ক. পাট শিল্প খ. চা শিল্প গ. রেশম শিল্প ঘ. তামাক শিল্প সঠিক উত্তর: খ. চা শিল্প ১৭. কিসের প্রভাবের কারণে জনবসতির বণ্টন নিয়ন্ত্রিত হয়? ক. ভূপ্রকৃতি খ. জলবায়ু গ. আবহাওয়া ঘ. কৃষিকাজ সঠিক উত্তর: খ. জলবায়ু ১৮. মানুষ কোন ধরনের জলবায়ুতে বসবাস করতে বেশি পছন্দ করে? ক. সমভাবাপন্ন খ. চরমভাবাপন্ন গ. শীতল জলবায়ু ঘ. উষ্ণ জলবায়ু সঠিক উত্তর: ক. সমভাবাপন্ন ১৮. বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়ায় কিসের তারতম্য বেশি উপলব্ধি হয়? ক. জলবায়ু খ. পরিবেশ গ. শীত-গ্রীষ্মের ঘ. জনবসতির সঠিক উত্তর: গ. শীত-গ্রীষ্মের ১৯. তেজগঁাও, টঙ্গী, খুলনা, চট্টগ্রাম প্রভৃতি স্থানে কেন ঘন জনবসতি গড়ে উঠেছে? ক. শিল্প গড়ে ওঠায় খ. কৃষি উৎপাদন বেশি হওয়ায় গ. খনিজ সম্পদের আধিক্য থাকায় ঘ. বসবাসের অনুকূল পরিবেশ হওয়ায় সঠিক উত্তর: ক. শিল্প গড়ে ওঠায় ২০. আজকের যুগের মানুষকে কোনটি গভীরভাবে প্রভাবিত করে? ক. যোগাযোগ ব্যবস্থা খ. ব্যবসায়-বাণিজ্য গ. শিক্ষা ও সংস্কৃতি ঘ. ধমর্ ও সংস্কৃতি সঠিক উত্তর: গ. শিক্ষা ও সংস্কৃতি ২১. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে কী বৃদ্ধি পাচ্ছে? ক. উন্নয়ন খ. বাসযোগ্য জমি গ. জনবসতি ঘ. কৃষিজমির সঠিক উত্তর: গ. জনবসতি ২২. বাংলাদেশে বৈজ্ঞানিক চাষাবাদ অসম্ভব হয়ে উঠেছে কেন? ক. ঘনবসতিতে খ. বিশ্বায়নে গ. প্রযুক্তির উন্নয়নে ঘ. ভ‚মি খÐ খÐ কারণে সঠিক উত্তর: ঘ. ভ‚মি খÐ খÐ কারণে ২৩. বতর্মানে একটি পরিবারের জমির পরিমাণ ১০ বিঘা হলে ৩০ বছর পূবের্ ঐ পরিবারের জমির পরিমাণ ছিল- ক. ৯০ বিঘা খ. ১০০ বিঘা গ. ১৫০ বিঘা ঘ. ১৮০ বিঘা সঠিক উত্তর: খ. ১০০ বিঘা ২৪. ১৯৭৪ সালে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত ছিল? ক. ০.২৮ একক খ. ০.৩০ একক গ. ০.৩৩ একক ঘ. ০.৪০ একক সঠিক উত্তর: ক. ০.২৮ একক