গণ বিশ্ববিদ্যালয়ে নতুন কোসর্

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
গণ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘ইলেকট্রনিক সাকির্ট ডিজাইন এবং সিমুলেশন ইউজিং পিস্পাইস’ (ঊষবপঃৎড়হরপ ঈরৎপঁরঃ উবংরমহ ধহফ ঝরসঁষধঃরড়হ টংরহম চঝঢ়রপব) এর ওপর ৫ সপ্তাহের একটি বিশেষ কোসর্ শুরু হয়েছে। ৫ জানুয়ারি বিভাগের সেমিনার কক্ষে এ কোসের্র উদ্বোধন করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। ইইই বিভাগের প্রধান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন এবং ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী। কোসির্ট শিক্ষাথীের্দর ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সাকির্ট সিমুলেশন এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের কাযর্প্রণালী সম্পকের্ ব্যবহারিক ধারণা প্রদান করবে। এ ছাড়া কোসির্ট শিক্ষাথীের্দর ডিসি ও এসি সাকির্ট এনালাইসিস, হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংসহ ১০টি সেক্টরে পারদশির্তা অজের্ন সহায়তা প্রদান করবে। ২ ফেব্রæয়ারি পযর্ন্ত চলা এ কোসের্ ইইই বিভাগের ৩০ জন, সিএসই বিভাগের ৫ জন ও মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫ জনসহ মোট ৪০ জন শিক্ষাথীর্ অংশ নিচ্ছেন।