এসএসসি পরীক্ষার প্রস্তুতি

পদাথির্বজ্ঞান

রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে?

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য পদাথির্বজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো ৬৯। রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে? উত্তর : নিউটনের গতির তৃতীয় সূত্র ৭০। মেঝের ওপর অবস্থিত ভারী বস্তুকে টানা কোন ঘষের্ণর উদাহরণ? উত্তর : আবতর্ ঘষের্ণর ৭১। গাড়ির সু বা প্যাড কীসের তৈরি? উত্তর : এসবেস্টসের ৭২। রাস্তা যত মসৃণ হবে কোন বলের মান তত কম হবে? উত্তর : ঘষর্ণ বল ৭৩। লুব্রিকেন্ট অথর্ কী? উত্তর : পিচ্ছিলকারক পদাথর্ ৭৪। পাহাড়ে আরোহণের সময় পা এবং হাত দ্বারা পাহাড় এর তলকে অঁাকড়ে ধরার জন্য আরোহীরা কী ব্যবহার করেন? উত্তর : চক পাউডার ৭৫। ঘষের্ণর ফলে অপচয়কৃত শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর : তাপ শক্তিতে ৭৬। বল-বেয়ারিং কীসের তৈরি? উত্তর : ইস্পাতের ৭৭। জ্বালানি শক্তির অপচয় হয় কীসের জন্য? উত্তর : ঘষের্ণর জন্য ৭৮। মবিল, পেট্রোলিয়াম প্রভৃতি কোন ধরনের পদাথর্? উত্তর : লুব্রিকেন্ট পদাথর্ ৭৯। গাড়ির ঘূণর্নশীল যন্ত্রাংশের ঘষর্ণ কমাতে কী ব্যবহার করা হয়? উত্তর : লুব্রিকেন্ট পদাথর্ ৮০। ঘষর্ণকে কী বলা হয়? উত্তর : প্রয়োজনীয় উপদ্রব বা ঘবপবংংধৎু বারষ ৮১। অস্পশর্ বল কয়টি? উত্তর : ৪টি ৮২। গ্রিজ কী ধরনের পদাথর্? উত্তর : লুব্রিকেন্ট পদাথর্ ৮৩। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কোন সূত্রের অনুরূপ? উত্তর : নিউটনের গতির তৃতীয় সূত্রের ৮৪। প্রবাহী ঘষর্ণ কাকে বলে? উত্তর : যখন কোনো বস্তু যে কোনো প্রবাহী পদাথর্ যেমনÑ তরল বা বায়বীয় পদাথের্র মধ্যে গতিশীল থাকে তখন যে ঘষর্ণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘষর্ণ বলে। ৮৫। আবতর্ ঘষর্ণ কাকে বলে? উত্তর : যখন একটি বস্তু অন্য একটি তলের ওপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘষর্ণ ক্রিয়া করে তাকে আবতর্ ঘষর্ণ বলে। ৮৬। বিসপর্ ঘষর্ণ কী? উত্তর : যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের ওপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘষের্ণর সৃষ্টি হয় তাকে পিছলানো ঘষর্ণ বা বিসপর্ ঘষর্ণ বলে। ৮৭। আমগাছ থেকে আম নিচে পড়ে কী কারণে? উত্তর : অভিকষর্ বলের কারণে ৮৮। তেজষ্ক্রিয় ভাঙনের জন্য কোন বল দায়ী? উত্তর : দুবর্ল নিউক্লিয় বল ৮৯। সবল নিউক্লিয় বলের পাল্লা কীসের সমান? উত্তর : নিউক্লিয়াসের ব্যাসাধের্র ৯০। সুতার সাহায্যে ঝুলন্ত কোনো বস্তু এদিক-ওদিক দুলছে। এটি কোন বলের উদাহরণ? উত্তর : অসাম্য বলের ৯১। ভরবেগের পরিমাপগত ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? উত্তর : নিউটনের দ্বিতীয় সূত্র থেকে