এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ইন্টারনেটের মাধ্যমে সম্ভব হচ্ছে-

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

জিনাত বিনতে জামান, প্রভাষক ঢাকা কলেজ, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-১ নিচের উদ্দীপকের আলোকে ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। উচ্চ ফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূণর্তা অজর্ন করছে। দেশ থেকে বতর্মানে চাল রপ্তানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে- ৭. উদ্দীপকের কমর্কাÐে- র. চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে রর. অথৈর্নতিক উন্নয়ন ঘটবে ররর. জীববৈচিত্র্যের সৃষ্টি হবে নিচের কোনটি সঠিক ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: গ. রর ও ররর ৮. ভাচুর্য়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ তৈরি হয়? ক. একমাত্রিক খ. দ্বি-মাত্রিক গ. ত্রি-মাত্রিক ঘ. বহুমাত্রিক সঠিক উত্তর: গ. ত্রি-মাত্রিক ৯. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? ক. মাশার্ল ম্যাকলুহান খ. টিম বানার্রস লি গ. মাকর্ জাকারবাগর্ ঘ. ই এফ কড সঠিক উত্তর: ক. মাশার্ল ম্যাকলুহান ১০. মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? ক. ৬ খ. ২৩ গ. ৩৩ ঘ. ৪৬ সঠিক উত্তর: খ. ২৩ নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও। লতিফ সাহেবের দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ফামর্ আছে। তিনি তার প্রতিষ্ঠানে কমর্কতার্-কমর্চারীদের সঙ্গে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাবর্ক্ষণিক যোগাযোগ রক্ষা করেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ ও আদান-প্রদান করেন। ১১. তঁার যোগাযোগের ব্যবহৃত মাধ্যম- ক. ই-কমাসর্ খ. টেলিফোন গ. টেলিগ্রাফ ঘ. ই-মেইল সঠিক উত্তর: ঘ. ই-মেইল ১২. লতিফ সাহেবের ব্যবহৃত প্রযুক্তি হলো- র. পাসোর্নাল ডেটা সাভির্স রর. সামাজিক যোগাযোগ সাভির্স ররর. অনলাইন ব্যাক আপ সাভির্স নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: গ. রর ও ররর ১৩. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিংয়ের কাজ সম্পন্ন করা যায়? ক. ই-মেইল খ. ফেসবুক গ. টেলিকনফারেন্সিং ঘ. টুইটার সঠিক উত্তর: গ. টেলিকনফারেন্সিং ১৪. ইন্টারনেটের মাধ্যমে সম্ভব হচ্ছে- র. ভিডিও চ্যাটিং রর. ভিডিও কনফারেন্সিং ররর. ই-মেইলিং নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর ১৫. কোনটি ই-কমাসের্র বৈশিষ্ট্য? ক. স্বল্পসময়ে ক্রয়-বিক্রয় করা যায় খ. ক্রেতা-বিক্রেতার প্রত্যক্ষ যোগাযোগ হয় গ. ব্যবসায় আথির্ক খরচ বৃদ্ধি পায় ঘ. ব্যবসায় শ্রম ও ঝুঁকি বৃদ্ধি পায় সঠিক উত্তর: ক. স্বল্পসময়ে ক্রয়-বিক্রয় করা যায় ১৬. বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়? ক. চিকিৎসাবিজ্ঞানে খ. শিক্ষাক্ষেত্রে গ. ব্যক্তি শনাক্তকরণে ঘ. যোগাযোগের ক্ষেত্রে সঠিক উত্তর: গ. ব্যক্তি শনাক্তকরণে