শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভতির্ পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
২০১৮-১৯ শিক্ষাবষের্ নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) স্নাতক (সম্মান) প্রথমবষের্র ভতির্ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৬ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই (যঃঃঢ়://ংযঁনফ.হবঃ/ধফসরংংরড়হ-ঃবংঃ-ৎবংঁষঃ/) লিংকে গিয়ে ফলাফল জানতে পারছেন ভতির্চ্ছু শিক্ষাথীর্রা। পরীক্ষায় কলা অনুষদে পাস করেছেন ৬০ জন। এই অনুষদে অপেক্ষামাণ রাখা হয়েছে ৯ জনকে। আর সামাজিক বিজ্ঞান অনুষদে পাস করেছেন ৩০ শিক্ষাথীর্, চারজনকে রাখা হয়েছে অপেক্ষমাণের তালিকায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় উত্তীণর্ শিক্ষাথীের্দর আগামী ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে কলা অনুষদের (বাংলা ও ইংরেজি বিভাগ) সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২টায় শুরু হবে সামাজিক বিজ্ঞান অনুষদে ভতির্চ্ছুদের সাক্ষাৎকার। নেত্রকোণা সদর উপজেলার রাজুর বাজারে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে ভতির্ পরীক্ষায় উত্তীণের্দর এসএসসি/এইচএসসি পরীক্ষার পাশের মূল সনদ ও নম্বরপত্র, দুই পরীক্ষার রেজিস্ট্রেশন পত্র, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র এবং ভতির্ পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনার জন্য নিদের্শ দিয়েছে সংশ্লিষ্ট কতৃর্পক্ষ।