মো. শাহিনুর রহমান প্রভাষক (আইসিটি), বিএএফ শাহীন কলেজ যশোর য়
০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক
১৬৯. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার থেকে কত তারিখে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়?
ক) ৩০ মার্চ, ২০১৮ খ) ১১ মে, ২০১৮
গ) ১১ এপ্রিল, ২০১৮ ঘ) ১১ জুন, ২০১৮
উত্তর : খ) ১১ মে, ২০১৮
১৭০. ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে ৩০০
এঐু হতে ৪৩০ ঞঐু রেঞ্জকে বলে-
ক) ওহভৎধৎবফ খ) জধফরড়ধিাব
গ) গরপৎড়ধিাব ঘ) ঝধঃবষষরঃব
উত্তর : ক) ওহভৎধৎবফ
১৭১. ইফ্রারেড আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
ক) মার্কনি
খ) হেনরিক রুডলফ হার্টজ
গ) উইলিয়াম হার্শেল
ঘ) ভিক্টর ভিক হেয়েস
উত্তর :গ) উইলিয়াম হার্শেল
১৭২. ঘরের দেয়াল বা শক্ত বস্তু ভেদ করতে পারে না কোনটি?
ক) রেডিও ওয়েভ খ) মাইক্রোওয়েভ
গ) ইনফ্রারেড ঘ) স্যাটেলাইট
উত্তর : গ) ইনফ্রারেড
১৭৩. টেলিভিশনের রিমোর্ট কন্ট্রোলে ব্যবহৃত
হয় কোনটি?
ক) জধফরড়ধিাব খ) ওহভৎধৎবফ
গ) গরপৎড়ধিাব ঘ) ইষঁবঃড়ড়ঃয
উত্তর : খ) ওহভৎধৎবফ
১৭৪. ইনফ্রারেডে সর্বোচ্চ কত মিটার দূরত্ব পর্যন্ত সক্রিয় থাকে?
ক) ১০ মি. খ) ২০ মি.
গ) ৩০ মি. ঘ) ৪০ মি.
উত্তর : গ) ৩০ মি.
১৭৫. হটস্পট কী?
ক) তারযুক্ত নেটওয়ার্ক এলাকা
খ) তারবিহীন নেটওয়ার্ক এলাকা
গ) নির্দিষ্ট উত্তপ্ত এলাকা
ঘ) বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা
উত্তর : খ) তারবিহীন নেটওয়ার্ক এলাকা
১৭৬. মডেমের ব্যবহার হলো-
র. ডিজিটাল সংকেতকে এনালগ সংকেতে পরিণত করে
রর. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে
ররর. এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, ররর ও ররর
উত্তর : ঘ) র, ররর ও ররর
১৭৭. বস্নুটুথ উদ্ভাবনকারী প্রতিষ্ঠান কোনটি?
ক) নোকিয়া খ) স্যামসাং
গ) এরিকসন ঘ) মাইক্রোসফট
উত্তর : গ) এরিকসন
১৭৮. সর্বোচ্চ কত দূরত্বে বস্নুটুথের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যায়?
ক) ১০০ মিটার খ) ২০০ মিটার
গ) ৩০০ মিটার ঘ) ৪০০ মিটার
উত্তর : ক) ১০০ মিটার
১৭৯. বস্নুটুথের সাহায্যে তৈরি নেটওয়ার্ককে কি বলে?
ক) স্ক্যাটারনেট খ) পিকোনেট
গ) স্স্নাভনেট ঘ) মেট্রোনেট
উত্তর : খ) পিকোনেট
১৮০. একটি পিকোনেটে একই সময়ে
সর্বাধিক কতটি ডিভাইস সংযোগ দেওয়া যায়?
ক) ৮ খ) ১২৮
গ) ২৫৫ ঘ) ৫১২
উত্তর : গ) ২৫৫
১৮১. একটি বস্নুটুথ পিকোনেটে একই সময়ে সর্বাধিক কতটি সক্রিয় ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করা যায়?
ক) ৮ খ) ১২৮
গ) ২৫৫ ঘ) ৫১২
উত্তর : ক) ৮
১৮২. নিচের কোনটি বস্নুটুথ স্ট্যান্ডার্ড?
ক) ওঊঊঊ ৮০২.১১ খ) ওঊঊঊ ৮০২.১২
গ) ওঊঊঊ ৮০২.১৬ ঘ) ওঊঊঊ ৮০২.১৫
উত্তর : ঘ) ওঊঊঊ ৮০২.১৫
১৮৩. দুটি পিকোনেট পাশাপাশি যুক্ত থাকাকে কি বলে?
ক) স্ক্যাটারনেট খ) সাব পিকোনেট
গ) মাস্টার পিকোনেট ঘ) বস্নুটুথ নেট
উত্তর : ক) স্ক্যাটারনেট
১৮৪. কোন ব্যক্তিকে বস্নুটুথের জনক বলা হয়?
ক) জ্যাপ হার্টসেন খ) ভিক্টর ভিক হেইয়েস
গ) প্রফেসর পলরাজ ঘ) উইলিয়াম হার্শেল
উত্তর : ক) জ্যাপ হার্টসেন
১৮৫. ডর-ঋর-এর পূর্ণরূপ কোনটি?
ক) ডরৎবষবংং ঋরৎবহফষু
খ) ডরৎবষবংং ঋরফবষরঃু
গ) ডরৎবষবংং ঋবধংরনরষরঃু
ঘ) ডরৎব ঋরৎবহফষু
উত্তর : খ) ডরৎবষবংং ঋরফবষরঃু
১৮৬. ইন্টারনেট অ্যাকসেসের জন্য রিভর নেটওয়ার্কভুক্ত এলাকাকে কি বলা হয়?
ক) হটস্পট খ) ওয়াইম্যাক্স
গ) পিকোনেট ঘ) স্ক্যাটারনেট
উত্তর : ক) হটস্পট
১৮৭. ডর-ঋর-এর অন্য নাম কী?
ক) ডরৎবষবংংসধহ খ) ডরৎবসধহ
গ) ডখঅঘ ঘ) ডডঅঘ
উত্তর : গ) ডখঅঘ
১৮৮. ওয়াইফাই-এর নেটওয়ার্ক কাভারেজ এরিয়া কত মিটার?
ক) ১০০ মিটার খ) ২০০ মিটার
গ) ৩০০ মিটার ঘ) ৪০০ মিটার
উত্তর : খ) ২০০ মিটার
১৮৯. কোন ব্যক্তিকে ওয়াইফাই-এর জনক বলা হয়?
ক) জ্যাপ হার্টসেন
খ) ভিক্টর ভিক হেইয়েস
গ) প্রফেসর পলরাজ
ঘ) উইলিয়াম হার্শেল
উত্তর : খ) ভিক্টর ভিক হেইয়েস
১৯০. ওয়াইফাই-এর ব্যান্ডউইথ কত?
ক) ১০ গনঢ়ং-৫০ গনঢ়ং
খ) ১০ গনঢ়ং-৫ এনঢ়ং
গ) ১০ গনঢ়ং-৫০০ গনঢ়ং
ঘ) ১ গনঢ়ং-৫ এনঢ়ং
উত্তর : ক) ১০ গনঢ়ং-৫০ গনঢ়ং
১৯১. নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড?
ক) ওঊঊঊ ৮০২.১১ খ) ওঊঊঊ ৮০২.১২
গ) ওঊঊঊ ৮০২.১৬
ঘ) ওঊঊঊ ৮০২.১৫
উত্তর : ক) ওঊঊঊ ৮০২.১১
হ পরবর্তী অংশ
আগামী সংখ্যায়