বেরোবিতে সাক্ষাৎকার ও ভতির্ শুরু

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্ প্রথমবষর্ স্নাতক (সম্মান) শ্রেণিতে উত্তীণর্ শিক্ষাথীের্দর সাক্ষাৎকার আজ অনুষ্ঠিত হবে। আগামীকাল ১০ জানুয়ারির মধ্যে ভতির্ হতে হবে শিক্ষাথীের্দর। এবার বিশ্ববিদ্যালয়টির ছয়টি অনুষদের অধীনে ২১ বিভাগে এক হাজার ৩১৫টি সাধারণ আসনের পাশাপাশি একাধিক কোটায় শিক্ষাথীর্রা ভতির্র সুযোগ পাবেন। ভতির্ কমিটি সূত্র জানায়, আজ ৯ জানুয়ারি ভতির্ পরীক্ষায় উত্তীণর্ শিক্ষাথীের্দর মেধাক্রম অনুসারে প্রথম মেধাতালিকার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পযর্ন্ত অনুষদভিত্তিক সাক্ষাৎকার গ্রহণ ও তাদের বিভাগ পছন্দের সুযোগ দেয়া হবে। রাত ১০টায় বিভাগ নিধার্রণ করে নিবাির্চতদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পর দিন ১০ জানুয়ারির সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত চলবে ভতির্ কাযর্ক্রম। শুধু একদিনই থাকবে ভতির্র সুযোগ। তাই ভতির্চ্ছু শিক্ষাথীের্দর ভতির্ ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার পরামশর্ বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের। ভতির্ কমিটি সূত্র আরও জানায়, কোনো প্রাথীর্ নিধাির্রত সময়ে ভতির্ হতে ব্যথর্ হলে ভতির্র যোগ্যতা হারাবে। আসন খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে ১৩ জানুয়ারি। ২২ জানুয়ারি তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ওই দিন রাত ১০টায় বিষয় নিধার্রণ করে নিবাির্চতদের তালিকা প্রকাশ করে পর দিন ২৩ জানুয়ারি ভতির্র সুযোগ দেয়া হবে। এ ছাড়া ভতির্সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িনৎঁৎ.ধপ.নফ) পাওয়া যাবে।