এসএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ই-বুকের পূণর্রূপ-

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ২২. ইউটিউবে ভিডিও শেয়ার করতে কোনটি অবশ্যই প্রয়োজন? ক. অডিও খ. মোবাইল ফোন গ. ইন্টারনেট ঘ. কম্পিউটার সঠিক উত্তর : গ. ইন্টারনেট ২৩. ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কী বলে? ক. অ্যানিমেশন খ. শেয়ারিং গ. ওয়েবিনারো ঘ. ভিডিও স্ট্রিমিং সঠিক উত্তর : ঘ. ভিডিও স্ট্রিমিং ২৪. ভিডিও শেয়ারিং সাইটে শেয়ারকৃত ভিডিও কোন ধারার ডিজিটাল কনটেন্ট? ক. ছবি খ. ভিডিও গ. অ্যানিমেশন ছবি ঘ. শব্দ সঠিক উত্তর : খ. ভিডিও নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫ ও ২৬ নাম্বার প্রশ্নের উত্তর দাও। টিভিতে একটি জরুরি ঘটনার ওপর খবর প্রচারিত হচ্ছিল। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রিয়াংকা সঙ্গে সঙ্গে তার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ প্রদান করে ঘটনাটির লাইভ ভিডিও দেখতে লাগল। ২৫. প্রিয়াংকা ইন্টারনেট সংযোগে যে কাজটি করল তাকে কী বলে? ক. ইন্টারনেট ব্রাউজিং খ. ভিডিও স্ট্রিমিং গ. অ্যানিমেশন ঘ. ব্লগপোস্ট সঠিক উত্তর : খ. ভিডিও স্ট্রিমিং ২৬. প্রিয়াংকা যে ধরনের ডিজিটাল কনটেন্ট ব্যবহার করেছে তার বৈশিষ্ট্য হলোÑ র. মোবাইল ফোনে ব্যবহারযোগ্য রর. লিখিত তথ্যের পরিমাণ বেশি ররর. এতে অ্যানিমেশন যোগ করা যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ২৭. শব্দ বা অডিও আকারের সব কনটেন্ট কোন প্রকারের অন্তভুর্ক্ত? ক. ভিডিও খ. অডিও গ. টেক্সট ঘ. পিকচার সঠিক উত্তর : খ. অডিও ২৮. কোনটি অডিও কনটেন্ট? ক. ইন্টারনেট খ. কাটুর্ন গ. গ্রাফিক্স ঘ. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট সঠিক উত্তর : ঘ. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট ২৯. ই-বুকের পূণর্রূপ- ক. ইলেকট্রনিক্স বুক খ. ইলেকট্রো বুক গ. ইন্টারনেট বুক ঘ. ইলেকট্রনিক বুক সঠিক উত্তর : ঘ. ইলেকট্রনিক বুক