এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র

মণিপুরিদের সবচেয়ে জনপ্রিয় নৃত্যÑ

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৪ ৮। মগরা নিজেদের কী বলে পরিচয় দেয়? ক. পাহাড়ি খ. মারমা গ. মঙ্গোলীয় ঘ. রাখাইন সঠিক উত্তর : খ. মারমা ৯। মণিপুরিদের সবচেয়ে জনপ্রিয় নৃত্য কোনটি? ক. লাই হারাউবা খ. লাইলা গ. মৈথেয়ী ঘ. সিনতেং সঠিক উত্তর : ক. লাই হারাউবা ১০। সিমন হেডম্যানের ছেলে। সে বাস করেÑ ক. টাঙ্গাইলে খ. সিলেটে গ. দিনাজপুরে ঘ. রাঙামাটিতে সঠিক উত্তর : ঘ. রাঙামাটিতে ১১. মঙ্গোলয়েডরা মূলত বাস করেÑ ক. এশিয়ায় খ. আফ্রিকায় গ. ইউরোপে ঘ. উত্তর আমেরিকায় সঠিক উত্তর : ক. এশিয়ায় ১২. চট্টগ্রামে চাকমাদের আগমন ঘটে? ক. দশম শতাব্দীতে খ. দ্বাদশ শতাব্দীতে গ. ত্রয়োদশ শতাব্দীতে ঘ. পঞ্চদশ শতাব্দীতে সঠিক উত্তর : ঘ. পঞ্চদশ শতাব্দীতে ১৩. চাকমাদের ধমর্ হলোÑ ক. হিন্দু খ. খ্রিস্টান গ. বৌদ্ধ ঘ. শিখ সঠিক উত্তর : গ. বৌদ্ধ ১৪. মৈথেয়ী কাদের ভাষার নাম? ক. মণিপুরি খ. গারো গ. সঁাওতাল ঘ. রাখাইন সঠিক উত্তর : ক. মণিপুরি ১৫. খাসিয়াদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলোÑ র. এরা হিন্দু ধমের্ বিশ্বাসী রর. এরা জুমচাষ করে ররর. এদের পরিবার মাতৃতান্ত্রিক নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ও ররর ১৬. গারোদের ভাষার নামÑ ক. মান্দি খ. চাটচী গ. তাতারা ঘ. এগেট সঠিক উত্তর : ক. মান্দি ১৭. মগ সমাজে কয়টি গোত্র পাওয়া যায়Ñ ক. ৫টি খ. ১০টি গ. ১৫টি ঘ. ২০টি সঠিক উত্তর : গ. ১৫টি ১৮. কোচ নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? ক. বগুড়া খ. নোয়াখালী গ. বরিশাল ঘ. চট্টগ্রাম সঠিক উত্তর : ক. বগুড়া উদ্দীপকটি পড়ে ১৯ নাম্বার প্রশ্নের উত্তর দাও। মৌসুমীর পূবর্পুরুষরা ঐতিহ্যবাহী সাংসারেক ধমের্ বিশ্বাসী হলেও তার পরিবারের সবাই এখন খ্রিস্টান ধমের্ বিশ্বাসী। ১৯. মৌসুমী কোন নৃগোষ্ঠীর সদস্য? ক. চাকমা খ. মারমা গ. রাখাইন ঘ. গারো সঠিক উত্তর : ঘ. গারো