খুবিতে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ও পরিসংখ্যান ডিসিপ্লিনের নবাগত শিক্ষাথীের্দর আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। এজন্য পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯ জানুয়ারি কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস কক্ষে পরিসংখ্যান ডিসিপ্লিনের ১৮ ব্যাচের উদ্যোগে আয়োজিত ১৯ ব্যাচের নবাগত শিক্ষাথীের্দর বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন এনএএম ফয়সাল আহমেদ। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবরিনা আখতার শীতল ও মো. বিল্লাল হোসেন বিপ্লব। ১৮ ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন মীম হক ও রমেশ পাল। তার আগে সকাল ১১টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয় গণিত ডিসিপ্লিনের নবাগত শিক্ষাথীের্দর বরণ অনুষ্ঠান। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সদার্র ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে প্রফেসর ড. মো. মাহমুদ আলম এবং শিক্ষাথীের্দর মধ্যে নয়ন সরকার ও মো. আরাফাত ইসলাম বক্তব্য রাখেন। উভয় অনুষ্ঠানে নবাগত শিক্ষাথীের্দর ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।