এসএসসি পরীক্ষার প্রস্তুতি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
কিন্ডল কী?
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ৩০. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন ধরনের ডিজিটাল কনটেন্ট? ক. শ্বেতপত্র খ. শব্দ গ. ছবি ঘ. ভিডিও সঠিক উত্তর : খ. শব্দ ৩১. নিচের কোনটি অডিও কনটেন্টের আওতাভুক্ত? ক. ভিডিও ফাইল খ. অডিও ফাইল গ. লিখিত ফাইল ঘ. কম্পিউটারের ফাইল সঠিক উত্তর : খ. অডিও ফাইল ৩২. ওয়েবিনারো কোন জাতীয় ডিজিটাল কনটেন্ট? ক. শব্দ খ. টেক্সট গ. ভিডিও স্ট্রিমিং ঘ. অ্যানিমেশন সঠিক উত্তর : ক. শব্দ ৩৩. ইলেকট্রনিক বুকের সংক্ষিপ্ত রূপ কোনটি? ক. বুক খ. অ্যাপস গ. ইন্টারনেট ঘ. ই-বুক সঠিক উত্তর : ঘ. ই-বুক ৩৪. কোনো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপকে বলেÑ ক. ই-বুক খ. ইলেকট্রনিক্স গ. বুক ঘ. ইন্টারনেট বুক সঠিক উত্তর : ক. ই-বুক ৩৫. কোন ধরনের বইয়ে অ্যানিমেশন যুক্ত করা যায়? ক. পাঠ্যবইয়ে খ. ই-বুকে গ. গল্পের বইয়ে ঘ. বিজ্ঞানের বইয়ে সঠিক উত্তর : খ. ই-বুকে ৩৬. ই-বুকের সবচেয়ে বড় সুবিধা হলোÑ ক. কম খরচ খ. ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুবিধা গ. সব বইয়ের ই-বুক ভাসর্ন পাওয়া ঘ. অ্যানিমেশন যোগ করার সুবিধা সঠিক উত্তর : খ. ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুবিধা ৩৭. ই-বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ক. স্মাটের্ফান খ. যে কোনো রিডার গ. ল্যান্ডফোন ঘ. ইন্টারনেট সঠিক উত্তর : ক. স্মাটের্ফান ৩৮. ই-বুক পড়তে ব্যবহৃত বিশেষ ধরনের রিডারকে কী বলা হয়? ক. স্মাটের্ফান খ. রিডার গ. ই-বুক রিডার ঘ. কম্পিউটার সঠিক উত্তর : গ. ই-বুক রিডার ৩৯. কিন্ডল কী? ক. কম্পিউটার গেম খ. ইনফোগ্রাফিক্স গ. ই-বুক রিডার ঘ. কাটুর্ন সঠিক উত্তর : গ. ই-বুক রিডার ৪০. কোনটি ই-বুক রিডারের নাম? ক. অ্যামাজন খ. কিন্ডল গ. মজিলা ফায়ারফক্স ঘ. ট্রোজান হসর্ সঠিক উত্তর : খ. কিন্ডল ৪১. সবচেয়ে জনপ্রিয় ই-বুক রিডারের নাম হলোÑ ক. পকেট বুক খ. হ্যান্ডবুক গ. কিন্ডল ঘ. কম্পিউটার বুক সঠিক উত্তর : গ. কিন্ডল ৪২. সাধারণভাবে ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : ঘ. ৫