এসএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
প্লাবন সমভূমির আয়তন কত?
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো চতুথর্ অধ্যায় ৪৯. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত? ক. ২০ মিটার খ. ২১ মিটার গ. ২২ মিটার ঘ. ২৩ মিটার সঠিক উত্তর: খ. ২১ মিটার ৫০. বাংলাদেশে বষার্কালে কেন বন্যার সৃষ্টি হয়? ক. প্রাকৃতিক কারণে খ. গাছপালা কেটে ফেলার কারণে গ. জলবায়ু পরিবতের্নর কারণে ঘ. সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে সঠিক উত্তর: ঘ. সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে ৫১. বছরের পর বছর বন্যার সঙ্গে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে বাংলাদেশের কোন ভূমি গঠিত হয়েছে? ক. বরেন্দ্রভূমি খ. ভাওয়ালের গড় গ. প্লাবন সমভূমি ঘ. মধুপুরের সোপানভূমি সঠিক উত্তর: গ. প্লাবন সমভূমি ৫২. প্লাবন সমভূমির আয়তন কত? ক. ১,২৪,২৬৬ বগর্ কি.মি. খ. ১,৩৫,৩৫৬ বগর্ কি.মি. গ. ১,৩৮,২২০ বগর্ কি.মি. ঘ. ২,১০,১০০ বগর্ কি.মি. সঠিক উত্তর: ক. ১,২৪,২৬৬ বগর্ কি.মি. ৫৩. বাংলাদেশের সবোর্চ্চ পবর্তশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? ক. চট্টগ্রাম খ. খাগড়াছড়ি গ. বান্দরবান ঘ. রাঙামাটি সঠিক উত্তর: গ. বান্দরবান নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৪ ও ৫৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও: রিস্তানা ডিসেম্বর মাসের এক বিকেলে বাবা-মায়ের সঙ্গে মেলায় যায়। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে তারা দ্রæত একটি গাছের নিচে আশ্রয় নেয়। তবে সামান্য বৃষ্টিপাতের পরেই মেঘ কেটে যায়। ৫৪. রিস্তানার দেখা বৃষ্টিপাতটি কোন বায়ুর প্রভাবে ঘটেছে? ক. উত্তর-পূবর্ মৌসুমি বায়ু খ. উত্তর-পশ্চিম শীতল বায়ু গ. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঘ. দক্ষিণ-পশ্চিম শুল্ক বায়ু সঠিক উত্তর: ক. উত্তর-পূবর্ মৌসুমি বায়ু ৫৫. উক্ত বৃষ্টিপাতটির ফলে কোন ফসল উৎপাদন করা যায়? ক. ভুট্টা খ. গম গ. পাট ঘ. তুলা সঠিক উত্তর: খ. গম