রাবিতে চার নেতার ম্যুরাল

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় চার নেতার ম্যুরাল নিমির্ত হতে যাচ্ছে। জাতীয় চার নেতার স্মৃতি রক্ষাথের্ এই উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে নকশা নিধার্রণ করেছে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনের মাঠেই নিমার্ণ করা হবে এই ম্যুরাল। যার নিমার্ণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকা। ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপউপাচাযর্ অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর আলাদা আলাদা আবক্ষ ম্যুরাল দঁাড়িয়ে থাকবে মাবের্ল স্টোনের ওপর। ম্যুরালটির পেছনে যে চারটি স্তম্ভ দেখা যাবে সেটি একটি দেয়ালেই থাকবে। আবক্ষ ম্যুরালটি তৈরি হবে মেটালিক এবং গ্রাউন্ডটা মাবের্ল স্টোন দিয়ে। ম্যুরালটির শিল্পী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষাথীর্ বিপ্লব দত্ত। আর এই ম্যুরালটির সঙ্গে বঙ্গবন্ধু চত্বর করা হবে বলেও জানান উপউপাচাযর্।