চমেকে পুরস্কার প্রদান

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) এমবিবিএস ও বিডিএস প্রফেশনাল পরীক্ষায় ভালো ফল করা ৫৬ জন শিক্ষাথীের্ক ১০ জানুয়ারি পুরস্কার প্রদান করা হয়েছে। ৬ জনকে দেয়া হয়েছে ‘প্রিন্সিপালস গোল্ড মেডেল অ্যাওয়াডর্’। ফাইনাল পাটর্ পরীক্ষায় ভালো করা আরেক শিক্ষাথীর্ পেয়েছে এক লাখ টাকার স্কলারশিপ। চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এমবিবিএস ৬১তম ব্যাচ ও বিডিএস ৩০তম ব্যাচের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ডা. ইসমাইল খান, বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিউরোসাজাির্র বিভাগের সহকারী অধ্যাপক ডা. রবিউল করিম। তিনটি প্রফেশনাল পরীক্ষায় এমবিবিএসের ৩২ জন ও বিডিএসের ২৪ জনকে এ পুরস্কার প্রদান করা হয়।