সুবিধাবঞ্চিতদের মধ্যে বই বিতরণ

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
সাভার জাতীয় স্মৃতিসৌধের পাশে নিরিবিলি বস্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান অ আ ক খ স্কুলের বাষির্ক ফলাফল এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও বই বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে পুরস্কার ও বই বিতরণ করা হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. কাজী আয়শা সিদ্দীকা বণার্র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত আমেরিকান দূতাবাসের সাবেক কমর্কতার্ জেসমিন আরা ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ রহমান, স্কুল পরিচালক ডা. ইশরাত জাহান লামিয়া, তাসনিম তামান্না, জাকির হোসেন মানিক। ‘অ আ ক খ’ স্কুল মূলত গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষাথীের্দর দ্বারা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল। ‘অ আ ক খ’ শিক্ষা পরিবার পরিচালিত ‘অ আ ক খ’ স্কুলের ছাত্রছাত্রীদের সমাজের আর দশটা স্কুলের মতো আধুনিক সুযোগ-সুবিধা দেয়া হয়। স্কুলে সব জাতীয় ও আন্তজাির্তক দিবস পালন, ক্রীড়া প্রতিযোগিতা, বাষির্ক বনভোজন ইত্যাদি উৎসব আয়োজন করা হয়ে থাকে।