জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীষর্ দেশ কোনটি? উত্তর : মাকির্ন যুক্তরাষ্ট্র (দ্বিতীয় জাপান)। প্রশ্ন : বিশ্বের সবচেয়ে কাযর্কর সোলার অ্যানাজির্ সেল উদ্ভাবক কে? উত্তর : ড. জামালউদ্দিন (বাংলাদেশ)। প্রশ্ন : ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা দেন? উত্তর : রংপুর। প্রশ্ন : বাংলাদেশ রাইফেসলসের (ইউজ) পরিবতির্ত নাম কী? উত্তর : ‘বডার্র গাডর্ বাংলাদেশ’ (ইএই) প্রশ্ন : বডার্র গাডর্ বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে? উত্তর : ২৩ জানুয়ারি, ২০১১। প্রশ্ন : কৃষিবিষয়ক বেতার কেন্দ্র কোন বিশ্ববিদ্যালয়ে? উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রশ্ন : সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কী? উত্তর : এমভি জাহান মনি। প্রশ্ন : দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কোথায় অবস্থিত? উত্তর : স›দ্বীপ, চট্টগ্রাম। প্রশ্ন : জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীষর্ দেশ কোনটি? উত্তর : বাংলাদেশ। প্রশ্ন : দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি? উত্তর : মহামায়া লেক (মিরসরাই, চট্টগ্রাম)। বৃহত্তম লেক হলো কাপ্তাই লেক।