নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

প্রকাশ | ০১ জানুয়ারি ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়
পঞ্চম অধ্যায় ৯৪. সংবিধান পাঠের মাধ্যমে জানা যায়- র. রাষ্ট্রের স্বরূপ রর. সরকারের ধরন ররর. নাগরিক অধিকারের প্রকৃতি নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ৯৫ ও ৯৬নং প্রশ্নের উত্তর দাও : 'ক' সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ। এর সঠিক পরিচালনা ও উন্নতির জন্য 'ক' দেশের কর্তৃপক্ষ বহুবিধ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ৯৫. অনুচ্ছেদে উলিস্নখিত দেশের জন্য সবার আগে কোনটি প্রয়োজন? (ক) সামাজিক উন্নয়ন (খ) রাষ্ট্রপতি নির্বাচন (গ) সংবিধান প্রণয়ন (ঘ) শিক্ষার প্রসার উত্তর : (গ) সংবিধান প্রণয়ন ৯৬. অনুচ্ছেদে উলিস্নখিত 'ক' রাষ্ট্রের জন্য একটি উত্তম সংবিধান প্রণয়ন করতে হলে যা করণীয়- র. জনমতের প্রতিফলন রর. জনপ্রতিনিধি নির্বাচন ররর. মূলনীতি সন্নিবেশন নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর ৯৭. সংবিধান আলাপ-আলোচনা ও বিপস্নবের মাধ্যমে প্রণীত হয়- র. বাংলাদেশ ও ভারত রর. যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ররর. রাশিয়া ও চীন নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (গ) র ও ররর ৯৮. অলিখিত সংবিধান গড়ে ওঠে যার ওপর ভিত্তি করে- র. প্রথা রর. আচার-অনুষ্ঠান ররর. চিরাচরিত নিয়ম নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর ৯৯. ডেমিন একজন ব্রিটিশ নাগরিক। তার দেশের সংবিধানের ক্ষেত্রে বলা যায়- র. লিখিত রর. অলিখিত ররর. দুষ্পরিবর্তনীয় নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (খ) রর ও ররর ১০০. সুপরিবর্তনীয় সংবিধান সামাজিক পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে কারণ- র. সহজে পরিবর্তন করা যায় রর. বিপস্নবের সম্ভাবনা কম থাকে ররর. জরুরি অবস্থার উপযোগী নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর ১০১. অলিখিত সংবিধানের বৈশিষ্ট্য হলো- র. পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়াতে পারে রর. অগ্রগতির প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে ররর. অধিক পরিবর্তনশীলতা নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে এবং ১০২ ও ১০৩নং প্রশ্নের উত্তর দাও : মি. রবিন একটি দেশের নাগরিক। তিনি সংবিধানকে যে রকম আশা করেছেন, তার দেশের সংবিধান ঠিক সে রকম। ১০২. উক্ত দেশের সংবিধানের ক্ষেত্রে যে তথ্যটি প্রযোজ্য- (ক) প্রথার আইন (খ) নাগরিকের অধিকার সুস্পষ্ট (গ) ঐতিহ্যের ধারক (ঘ) সু্পরির্তনীয় উত্তর : (খ) নাগরিকের অধিকার সুস্পষ্ট ১০৩. মি. রবিনের দেশের সংবিধানের বৈশিষ্ট্য হলো- র. দুষ্পরির্তনীয় রর. উত্তম ররর. অলিখিত নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ক) র ও রর ১০৪. অলিখিত সংবিধানের গুণাবলি হলো- র. বিপস্নবের সম্ভাবনা বেশি রর. প্রগতির সহায়ক ররর. সহজে পরিবর্তনশীল নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (খ) রর ও ররর ১০৫. লিখিত সংবিধানের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় ক্ষমতা বণ্টন করা হয়- র. কেন্দ্রীয় সরকারের রর. প্রাদেশিক সরকারে ররর. আঞ্চলিক পর্যায়ে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ক) র ও রর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়