বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়
  ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০

ষষ্ঠ অধ্যায়

১. বাংলাদেশে প্রথম কখন সরকার গঠিত হয়?

(ক) ১৯৭১ সালের ৭ মার্চ

(খ) ১৯৭১ সালের ৭ এপ্রিল

(গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল

(ঘ) ১৯৭১ সালের ১৭ এপ্রিল

সঠিক উত্তর : (গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল

২. বাংলাদেশের সংবিধান অনুসারে একজন রাষ্ট্রপতি টানা কত বছর রাষ্ট্রপতি পদে থাকতে পারেন?

(ক) ১০ বছর (খ) ১২ বছর

(গ) ১৩ বছর (ঘ) ১৫ বছর

সঠিক উত্তর : (ক) ১০ বছর

৩. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত এবং ভেঙে দিতে পারেন কে?

(ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী

(গ) স্পিকার (ঘ) উপদল নেতা

সঠিক উত্তর : (ক) রাষ্ট্রপতি

৪. কোন বিল কখন আইনে পরিণত হয়?

(ক) প্রধানমন্ত্রীর সম্মতির পরে

(খ) আইনমন্ত্র্ত্রীর সম্মতির পরে

(গ) জাতীয় সংসদের সম্মতির পরে

(ঘ) রাষ্ট্রপতির সম্মতির পরে

সঠিক উত্তর : (ঘ) রাষ্ট্রপতির সম্মতির পরে

৫. আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ দেন কে?

(ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী

(গ) আইনমন্ত্রী (ঘ) প্রধান বিচারপতি

সঠিক উত্তর : (ক) রাষ্ট্রপতি

৬. রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?

(ক) ৭ বছর (খ) ৫ বছর

(গ) ৪ বছর (ঘ) ৩ বছর

সঠিক উত্তর : (খ) ৫ বছর

৭. আমাদের দেশের সরকারপ্রধান কে?

(ক) রাষ্ট্রপতি (খ) স্পিকার

(গ) প্রধানমন্ত্রী (ঘ) সেনাপ্রধান

সঠিক উত্তর : (গ) প্রধানমন্ত্রী

৮. বাংলাদেশের বিচার ব্যবস্থার সর্বনিম্ন আদালত কোনটি?

(ক) ফৌজদারি আদালত (খ) গ্রাম্য আদালত

(গ) জজ আদালত (ঘ) দেওয়ানি আদালত

সঠিক উত্তর : (খ) গ্রাম্য আদালত

৯. নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারেন কে?

(ক) হাইকোর্ট (খ) জজকোর্ট

গ) মহাপরিচালক (ঘ) আপিল বিভাগ

সঠিক উত্তর : (ক) হাইকোর্ট

১০. বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কী?

(ক) হাইকোর্ট (খ) জজকোর্ট

(গ) সুপ্রিম কোর্ট (ঘ) জাতীয় সংসদ

সঠিক উত্তর : (গ) সুপ্রিম কোর্ট

১১. সুপ্রিম কোর্টের বিচারক কত বছর বয়স পর্যন্ত স্বীয় পদে কর্মরত থাকতে পারেন?

(ক) ৭০ বছর (খ) ৬৭ বছর

(গ) ৬৫ বছর (ঘ) ৬৩ বছর

সঠিক উত্তর : (খ) ৬৭ বছর

১২. যে কোনো আইন প্রণয়ন, পরিবর্তন বা সংশোধন করতে পারে কে?

(ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী

(গ) প্রধান বিচারপতি (ঘ) জাতীয় সংসদ

\হসঠিক উত্তর : (ঘ) জাতীয় সংসদ

১৩. সংসদের অনুমতি ছাড়া একনাগাড়ে কতদিন সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়?

(ক) ৯০ দিন (খ) ৮৫ দিন

(গ) ৮০ দিন (ঘ) ৭৫ দিন

সঠিক উত্তর : (ক) ৯০ দিন

১৪. বর্তমানে বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে?

(ক) ৫টি (খ) ৬টি

(গ) ৭টি (ঘ) ৮টি

সঠিক উত্তর : (ঘ) ৮টি

১৫. বাংলাদেশে বর্তমানের কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে?

(ক) একনায়কতান্ত্রিক (খ) যুক্তরাষ্ট্রীয়

(গ) সংসদীয় (ঘ) রাষ্ট্রপতি শাসিত

সঠিক উত্তর : (গ) সংসদীয়

১৬. আইনের খসড়া তৈরি করেন কে?

(ক) মন্ত্রিপরিষদ (খ) আইন বিভাগ

(গ) আইনমন্ত্রী (ঘ) শাসন বিভাগ

সঠিক উত্তর : (ক) মন্ত্রিপরিষদ

১৭. জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করেন কে?

(ক) রাষ্ট্র (খ) সরকার

(গ) আইন পরিষদ (ঘ) সংবিধান

সঠিক উত্তর : (খ) সরকার

১৮. বাংলাদেশের বার্ষিক বাজেট কোথায় পেশ করা হয়?

(ক) অর্থমন্ত্রণালয়ে (খ) শাসন বিভাগে

(গ) জাতীয় সংসদে (ঘ) পরিকল্পনা অধিদপ্তরে

সঠিক উত্তর : (গ) জাতীয় সংসদে

১৯. বিচার বিভাগ কী অক্ষুণ্ন রাখে?

(ক) সরলতা (খ) সার্বিক যোগাযোগ

(গ) কার্যকারিতা (ঘ) অনুশাসন

সঠিক উত্তর : (ঘ) অনুশাসন

২০. আইনসভার কতজন সদস্য উপস্থিত থাকলে কোরাম হয়?

(ক) ৭০ জন (খ) ৬০ জন

(গ) ৫০ জন (ঘ) ৪০ জন

সঠিক উত্তর : (খ) ৬০ জন

২১. কে কোন আদালত, ট্রাইবু্যনাল বা কোন কর্তৃপক্ষের প্রদত্ত যে কোনো ব্যক্তির দন্ড মওকুফ করতে পারেন?

\হ(ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী

(গ) আইনমন্ত্রী (ঘ) প্রধান বিচারপতি

সঠিক উত্তর : (ক) রাষ্ট্রপতি

২২. প্রশাসন বিকেন্দ্রীকরণে প্রশাসনব্যবস্থা কীরূপ হয়?

(ক) প্রবঞ্চনামূলক (খ) শোষণমূলক

(গ) জবাবদিহিতামূলক (ঘ) শাসনমূলক

সঠিক উত্তর : (গ) জবাবদিহিতামূলক

২৩. আমাদের জাতীয় সংসদের নেতা কে?

(ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি

(গ) স্পিকার (ঘ) চিফ হুইপ

সঠিক উত্তর : (ক) প্রধানমন্ত্রী

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে