বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর য়
  ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০

ষষ্ঠ অধ্যায় ২৪. আমাদের জাতীয় সংসদের কার্যকাল কত বছর? (ক) ৬ বছর (খ) ৫ বছর (গ) ৪ বছর (ঘ) ৩ বছর সঠিক উত্তর : (খ) ৫ বছর ২৫. সংসদ অধিবেশন স্থগিত করে দেওয়ার ক্ষমতা রয়েছে কার? (ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি (গ) স্পিকার (ঘ) হুইপ সঠিক উত্তর : (খ) রাষ্ট্রপতি ২৬. কোন দেশে আইনসভার সদস্যদের ভোটে বিচারক নিয়োগ দেওয়া হয়? (ক) সুইজারল্যান্ড (খ) আয়ারল্যান্ড (গ) নিউজিল্যান্ড (ঘ) ইংল্যান্ড সঠিক উত্তর : (ক) সুইজারল্যান্ড ২৭. বাজেট পাস করা কার কাজ? (ক) রাষ্ট্রপতির (খ) প্রধানমন্ত্রীর (গ) জাতীয় সংসদের (ঘ) অর্থমন্ত্রীর সঠিক উত্তর :(গ) জাতীয় সংসদের ২৮. রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দেন কে? (ক) সচিবালয় (খ) জনপ্রশাসন মন্ত্রণালয় (গ) প্রধানমন্ত্রী (ঘ) রাষ্ট্রপতি সঠিক উত্তর : (ঘ) রাষ্ট্রপতি ২৯. জেলা প্রশাসকের কাজ তদারকি করেন কে? (ক) সচিবালয় (খ) বিভাগীয় কমিশনার (গ) মেয়র (ঘ) মহাপরিচালক সঠিক উত্তর : (খ) বিভাগীয় কমিশনার ৩০. মূলত কোনটি দ্বারা দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয়? (ক) সরকার (খ) সেনবাহিনী (গ) জনগণ (ঘ) সচিব সঠিক উত্তর : (ক) সরকার ৩১. প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা কার নিকট দায়ী? (ক) রাষ্ট্রপতির নিকট (খ) স্পিকারের নিকট (গ) সংসদের নিকট (ঘ) বিচার বিভাগের নিকট সঠিক উত্তর : (গ) সংসদের নিকট ৩২. নাবালকের অভিভাবক নিয়োগ দেওয়া কোন বিভাগের কাজ? (ক) বিচার বিভাগের (খ) আইন বিভাগের (গ) শাসন বিভাগের (ঘ) সচিবালয়ের সঠিক উত্তর : (ক) বিচার বিভাগের ৩৩. মন্ত্রণালয়ের এক বা একাধিক শাখার দায়িত্বে কে থাকেন? (ক) সচিব (খ) যুগ্ম সচিব (গ) উপ-সচিব (ঘ) অতিরিক্ত সচিব সঠিক উত্তর : (গ) উপ-সচিব ৩৪. বাংলাদেশ সরকারের বিভাগ কয়টি? (ক) ৩টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৬টি সঠিক উত্তর : (ক) ৩টি ৩৫. রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত হয় কোনটি? (ক) বিচার বিভাগ (খ) শাসন বিভাগ (গ) আইন বিভাগ (ঘ) সরকার কাঠামো সঠিক উত্তর : (খ) শাসন বিভাগ ৩৬. নির্বাহী বিভাগ বলা হয় কোনটিকে? (ক) আইন বিভাগ (খ) বিচার বিভাগ (গ) শাসন বিভাগ (ঘ) সরকার সঠিক উত্তর : (গ) শাসন বিভাগ ৩৭. সশস্ত্র বাহিনীর প্রধান কে? (ক) জেনারেল (খ) সেনাবাহিনীর প্রদান (গ) প্রধানমন্ত্রী (ঘ) রাষ্ট্রপতি সঠিক উত্তর : (ঘ) রাষ্ট্রপতি ৩৮. সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারপ্রধান কে? (ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি (গ) স্পিকার (ঘ) প্রধান বিচারপতি সঠিক উত্তর : (খ) রাষ্ট্রপতি ৩৯. কার নেতৃত্বে মন্ত্রিপরিষদ দেশের শাসনকার্য পরিচালনা করেন? (ক) রাষ্ট্রপতির (খ) স্পিকারের (গ) প্রধানমন্ত্রীর (ঘ) হুইপের সঠিক উত্তর : (গ) প্রধানমন্ত্রীর ৪০. সংসদে গৃহীত বিল কখন আইনে পরিণত হয়? \হ(ক) রাষ্ট্রপতির স্বাক্ষরের পর (খ) প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর \হ(গ) স্পিকারের স্বাক্ষরের পর (ঘ) সংসদ সদস্যদের স্বাক্ষরের পর সঠিক উত্তর : (ক) রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ৪১. প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন? (ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি (গ) স্পিকার (ঘ) অ্যাটর্নি জেনারেল সঠিক উত্তর : (খ) রাষ্ট্রপতি ৪২. ড. শাহাদাত যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তাকে কে নিয়োগ দিয়েছেন? (ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী (গ) স্পিকার (ঘ) প্রধান বিচারপতি সঠিক উত্তর : (ক) রাষ্ট্রপতি ৪৩. জনাব 'ক'-এর অনুমতি ব্যতীত কোন অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না। এখানে 'ক' বলতে কাকে বোঝানো হয়েছে? (ক) স্পিকার (খ) প্রধানমন্ত্রী (গ) রাষ্ট্রপতি (ঘ) প্রধান বিচারপতি সঠিক উত্তর : (গ) রাষ্ট্রপতি ৪৪. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? (ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী (গ) স্পিকার (ঘ) আইনমন্ত্রী সঠিক উত্তর : (ক) রাষ্ট্রপতি ৪৫. শফিউল ইসলাম মহাহিসাব রক্ষকের পদে নিয়োগ লাভ করেছেন। তাকে নিয়োগ দিয়েছেন কে? (ক) রাষ্ট্রপতি (খ) প্রধানমন্ত্রী (গ) স্পিকার (ঘ) আইনমন্ত্রী সঠিক উত্তর : (ক) রাষ্ট্রপতি ৪৬. প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে? (ক) প্রধান বিচারপতি (খ) অ্যাটর্নি জেনারেল (গ) স্পিকার (ঘ) রাষ্ট্রপতি সঠিক উত্তর : (ঘ) রাষ্ট্রপতি ৪৭. সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের কে নিয়োগ দেন? (ক) প্রধানমন্ত্রী (খ) রাষ্ট্রপতি (গ) স্পিকার (ঘ) অ্যাটর্নি জেনারেল সঠিক উত্তর : (খ) রাষ্ট্রপতি হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে